অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি, ১৫ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ১২:৪৯ পূর্বাহ্ণ, মে ৫, ২০২১

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুর জেলার ফুলবাড়ীতে জাতীয় ভোক্তা অধিদপ্তরের বাজার তদারকি অভিযানে অসাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির অপরাধে দুটি কারখানাকে ১৫ হাজার টাকা জরিমান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুর ১২টায় ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের দাদপুর গ্রামে জিসান লাচ্চা সেমাই কারখানায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মমতাজ রুমি বেগম। এ সময় অসাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির অপরাধে কারখানাটিকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এর আগে সকাল ১১টায় পৌর শহরের তেতুলিয়ায় আমিরুলের লাচ্চা সেমাই কারখানায় অভিযান চালিয়ে ৫ হাজার টাকা জারিমানা আদায় করেন তিনি। অভিযানে দিনাজপুর র‌্যাব-১৩-এর ল্যা.কমান্ডার আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে ১০ সদস্য র‌্যাব ও দিনাজপুর ক্যাবের সদস্য মাসউদ রানা উপস্থিত ছিলেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মমতাজ রুমি বেগম বলেন, আমরা দিনাজপুর জেলায় নিয়ামিত বাজার মনিটরিং করে আসছি। তারেই ধারাবাহিকতায় আজ ফুলবাড়ীতে দুইটি সেমাই তৈরির কারখানায় অভিযান পরিচালনা করা হয়েছে। সেখানে অসাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি ও বাজারজাত করছে। প্রাথমিকভাবে তাদেরকে সর্তক করে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভবিষ্যতে এমন অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।