মায়ের হত্যাকারীকে সর্বোচ্চ শাস্তির দাবীতে ২ নাবালক ছেলের মানববন্ধন

প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২১

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর ২৮ নং ওয়ার্ডের শেরে বাংলা সড়কের মা মঞ্জিলের সাত বছরের শিশু সন্তান ইমন শরীফের চোখের সামনে আপন ছোট চাচা আলম শরীফ বড় ভাইর স্ত্রী বিলকিস বেগমেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করার আসামীকে দেশের প্রচালিত আইনের সর্বোচ্চ আইনের মাধ্যমে শাস্তি দেবার দাবী জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নিহতের নাবালক সন্তান ইমন শরীফ (১৪) ও ছোট ভাই শান্ত শরীফ (১২) সহ আপনজন ও স্থানীয় এলাকাবাসী।

সোমবার জানুয়ারী সকাল সাড়ে ১১টায় নগরীর প্রাণকেন্দ্র সদও রোডে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় নিহত বিলকিস বেগমের হত্যাকান্ডের প্রত্যক্ষদর্শী ছেলে ইমন শরীফ কান্না জড়িত কন্ঠে তার মায়ের হত্যাকারীকে ন্যায় বিচারের মাধ্যমে দেশের প্রচালিত আইনের মাধ্যমে শাস্তির দাবি করে।

বর্তমানে হত্যাকারী আলম শরীফের পক্ষ অবলম্বনকারীরা মামলার বাদী বিলকিস বেগমের পিতা মফিজ উদ্দিন হাওলাদারকে (৭০) মামলা তুলে নেয়ার জন্য বিভিন্ন ধরনের প্রলোভন সহ নাতিদেরকে হত্যার হুমকি প্রদান করা হচ্ছে বলে মানববন্ধন কর্মসূচিতে ইমন শরীফ ও ছোট ভাই শান্ত শরীফ অভিযোগ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন মামলার বাদী মফিজ উদ্দিন হাওলাদার, ইমনের নানী শাহিনুর বেগম,মামা মোঃ সিব্বির আহমেদ,মোঃ বসির আহমেদ,মোঃ নাসির উদ্দিন সহ স্থানীয় এলাকাবাসী।

উল্লেখ্য ২০১৩ সালের ১৪ই ডিসেম্বর রাত আনুমানিক ৮টার দিকে বিলকিস বেগমের ছোট দেবর আলম শরীফ বিলকিস বেগমের ব্যাংকের চেক চুরি করে সেখানে ১লক্ষ টাকা বসিয়ে স্বাক্ষর করতে বলে। চেকের পাতায় স্বাক্ষর না করায় এক পর্যায়ে কথা কাটাকাটির মধ্যে বিলকিস বেগমকে ইমন (৭) এর সামনে ধারালো অস্ত্র দিয়ে হাত,কান কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। ছেলে ইমনের চিৎকারে এলাকাবাসীরা এগিয়ে এসে প্রথমে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরবর্তীতে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে ৫১দিন চিকিৎসা করালেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।