পাথরঘাটায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা

প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২০

নিজস্ব প্রতিবেদক : বরগুনার পাথরঘাটায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও উন্নয়ন-দর্শন শীর্ষক আলোচনাসভা জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার (১১ জানুয়ারি) সকাল ১০টায় একটি বর্নাঢ্য র‌্যালি পৌরশহর প্রদক্ষিণ করে খাসকাচারী মাঠের সমাবেশস্থলে এসে শেষ হয়।

র‌্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.হুমায়ুন কবিরের সভাপতিত্বে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উন্নয়ন ও দর্শন শীর্ষক জন্মশতবার্ষিকীর আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য পেশ করেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার ও জেলা পরিষদ সদস্য মো.আব্দুল খালেক, উপজেলা আ.লীগ সভাপতি আলমগীর হোসেন দাদু এবং সাধারন সম্পাদক এড.জাবির হোসেন, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আমিন সোহেল,পাথরঘাটা থানার ওসি তদন্ত মো.সাইদ আহম্মেদ, কৃষি অফিসার মি.শিশির কুমার বড়াল, পৌর ছাত্রলীগ সভাপতি শাহাদৎ হোসেন মধু, পৌরকাউন্সিলর মুনিরা ইয়াসমিন খুশী, কলেজ শিক্ষক খলিলুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ।