খানাখন্দে ভরা বেতাগী-পটুয়াখালী সড়ক

প্রকাশিত: ১:৫২ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২০

অনলাইন ডেস্ক : বরগুনার বেতাগী-পটুয়াখালী সড়কটি সঠিক ভাবে নির্মাণ কাজ না করায় নিয়মিত পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী ঢাকাগামী পরিবহন চলাচলে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে জনসাধারণ চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সড়ক ও জনপথ বিভাগ ২০১৭ সালের জুন মাসে বেতাগী বাসস্ট্যান্ড থেকে পায়রাকুঞ্জ ফেরিঘাট পর্যন্ত ১৪ কিলোমিটার পুনঃসংস্কারের জন্য দরপত্র আহ্বান করে। এতে ৯ কোটি ৭২ লাখ ৭৬ হাজার টাকার অর্থ বরাদ্দ দেওয়া হয়। বরিশালের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘খান ইন্ডাস্ট্রিয়াল’ নামক প্রতিষ্ঠান ২০১৮ সালের ডিসেম্বরে এ সড়কের পুনঃসংস্কার কাজ সমাপ্ত করে।

পণ্যবাহী ট্রাক ও ঢাকাগামী যাত্রীবাহী পরিবহনগুলো বেশি যাত্রীর আশায় বেতাগী বাসস্ট্যান্ড হয়ে সুবিদখালী বন্দর থেকে ঢাকার উদ্দেশে যায়। ঠিকাদার ও প্রকৌশলীর যোগসাজশে নিন্মমানের উপকরণ দিয়ে কাজ করা হয়েছে বলে একাধিক ব্যক্তি নাম না প্রকাশের শর্তে অভিযোগ করেন।

গত কয়েকদিন যাবৎ একটানা প্রবল বর্ষণে সড়কে ছোট-বড় ৫ শতাধিক গর্তের সৃষ্টি হয়েছে। এর ফলে চরম দুর্ভোগে পড়েছেন এই সড়কে চলাচলরত জনসাধারণ।

এই সড়কে চলাচলকারী ইজিবাইক, মোটরবাইক, অটোরিকশা, টেম্পো, পণ্যবাহী ট্রাক, মাইক্রো, মুমূর্ষুু রোগী বহনকারী এ্যাম্বুলেন্স, ঢাকাগামী পরিবহন ও লোকাল যাত্রীবাহী গাড়ি নিয়ে বিপাকে পড়তে হয় প্রতিনিয়ত। এসব গাড়ির চালকসহ ভুক্তভোগীরা নানা ধরনের বিড়ম্বনার শিকার হচ্ছেন। সাধারণ মানুষ, স্কুলগামী শিক্ষার্থীসহ, নারী-বৃদ্ধদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলীর তদারকিবিহীন, নিন্মমানের পাথর, খোঁয়া ও কাঁদা মিশ্রিত বালুর সঙ্গে লোকাল বালুর সংমিশ্রণ ও সামান্য বিটুমিনে মিশ্রণে সড়কের কাজ করা হয়।

খান ইন্ডাস্ট্রিয়াল ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহফুজ খান বলেন, ‘পটুয়াখালী-বেতাগী সড়কের ৬০ ভাগ কাজ মির্জাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবু বকর সিদ্দিক এবং বেতাগী বাসস্ট্যান্ড থেকে বেইলি ব্রিজ পর্যন্ত ও বাজার সংলগ্ন এলাকার বাকি ৪০ ভাগ কাজ বেতাগী পৌরসভার মেয়র আলহাজ্ব এ বি এম গোলাম কবির সাব-ঠিকাদার হিসেবে পুনঃসংস্কার করেন।’

ঠিকাদার মির্জাগঞ্জ উপজেলা চেয়ারম্যান খাঁন মো. আবু বকর সিদ্দিক বলেন, ‘গত কয়েকদিন অতিরিক্ত প্রবল বর্ষণের কারণে সড়কের এ বেহাল অবস্থা তৈরি হয়েছে। পর্যবেক্ষণের জন্য উদ্যোগ নিয়েছি এবং সড়ক সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

অপরদিকে সাব-ঠিকাদার বেতাগী পৌরসভার মেয়র আলহাজ্ব এ বি এম গোলাম কবির বলেন, ‘আমি যে অংশে কাজ করেছি তা এখনও অক্ষত আছে।’

সড়কের দায়িত্বে থাকা সড়ক ও জনপথ বিভাগের বরিশাল বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আশরাফুল আলম বলেন, ‘সড়ক সংস্কারে অনিয়মের সত্যতার লিখিত অভিযোগ পেলে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’