খানাখন্দে ভরা বেতাগী-পটুয়াখালী সড়ক দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:৫২ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২০ অনলাইন ডেস্ক : বরগুনার বেতাগী-পটুয়াখালী সড়কটি সঠিক ভাবে নির্মাণ কাজ না করায় নিয়মিত পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী ঢাকাগামী পরিবহন চলাচলে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে জনসাধারণ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সড়ক ও জনপথ বিভাগ ২০১৭ সালের জুন মাসে বেতাগী বাসস্ট্যান্ড থেকে পায়রাকুঞ্জ ফেরিঘাট পর্যন্ত ১৪ কিলোমিটার পুনঃসংস্কারের জন্য দরপত্র আহ্বান করে। এতে ৯ কোটি ৭২ লাখ ৭৬ হাজার টাকার অর্থ বরাদ্দ দেওয়া হয়। বরিশালের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘খান ইন্ডাস্ট্রিয়াল’ নামক প্রতিষ্ঠান ২০১৮ সালের ডিসেম্বরে এ সড়কের পুনঃসংস্কার কাজ সমাপ্ত করে। পণ্যবাহী ট্রাক ও ঢাকাগামী যাত্রীবাহী পরিবহনগুলো বেশি যাত্রীর আশায় বেতাগী বাসস্ট্যান্ড হয়ে সুবিদখালী বন্দর থেকে ঢাকার উদ্দেশে যায়। ঠিকাদার ও প্রকৌশলীর যোগসাজশে নিন্মমানের উপকরণ দিয়ে কাজ করা হয়েছে বলে একাধিক ব্যক্তি নাম না প্রকাশের শর্তে অভিযোগ করেন। গত কয়েকদিন যাবৎ একটানা প্রবল বর্ষণে সড়কে ছোট-বড় ৫ শতাধিক গর্তের সৃষ্টি হয়েছে। এর ফলে চরম দুর্ভোগে পড়েছেন এই সড়কে চলাচলরত জনসাধারণ। এই সড়কে চলাচলকারী ইজিবাইক, মোটরবাইক, অটোরিকশা, টেম্পো, পণ্যবাহী ট্রাক, মাইক্রো, মুমূর্ষুু রোগী বহনকারী এ্যাম্বুলেন্স, ঢাকাগামী পরিবহন ও লোকাল যাত্রীবাহী গাড়ি নিয়ে বিপাকে পড়তে হয় প্রতিনিয়ত। এসব গাড়ির চালকসহ ভুক্তভোগীরা নানা ধরনের বিড়ম্বনার শিকার হচ্ছেন। সাধারণ মানুষ, স্কুলগামী শিক্ষার্থীসহ, নারী-বৃদ্ধদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলীর তদারকিবিহীন, নিন্মমানের পাথর, খোঁয়া ও কাঁদা মিশ্রিত বালুর সঙ্গে লোকাল বালুর সংমিশ্রণ ও সামান্য বিটুমিনে মিশ্রণে সড়কের কাজ করা হয়। খান ইন্ডাস্ট্রিয়াল ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহফুজ খান বলেন, ‘পটুয়াখালী-বেতাগী সড়কের ৬০ ভাগ কাজ মির্জাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবু বকর সিদ্দিক এবং বেতাগী বাসস্ট্যান্ড থেকে বেইলি ব্রিজ পর্যন্ত ও বাজার সংলগ্ন এলাকার বাকি ৪০ ভাগ কাজ বেতাগী পৌরসভার মেয়র আলহাজ্ব এ বি এম গোলাম কবির সাব-ঠিকাদার হিসেবে পুনঃসংস্কার করেন।’ ঠিকাদার মির্জাগঞ্জ উপজেলা চেয়ারম্যান খাঁন মো. আবু বকর সিদ্দিক বলেন, ‘গত কয়েকদিন অতিরিক্ত প্রবল বর্ষণের কারণে সড়কের এ বেহাল অবস্থা তৈরি হয়েছে। পর্যবেক্ষণের জন্য উদ্যোগ নিয়েছি এবং সড়ক সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’ অপরদিকে সাব-ঠিকাদার বেতাগী পৌরসভার মেয়র আলহাজ্ব এ বি এম গোলাম কবির বলেন, ‘আমি যে অংশে কাজ করেছি তা এখনও অক্ষত আছে।’ সড়কের দায়িত্বে থাকা সড়ক ও জনপথ বিভাগের বরিশাল বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আশরাফুল আলম বলেন, ‘সড়ক সংস্কারে অনিয়মের সত্যতার লিখিত অভিযোগ পেলে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’ Share this:FacebookX Related posts: নববধূ চম্পা হত্যা মামলার অন্যতম নারী আসামি আটক কেরানীগঞ্জ থেকে আমতলীতে আসা ১০৯ জন কোয়ারেন্টাইনে লালমোহনে প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ বাউফলে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ কাউখালীতে বিদ্যুৎস্পষ্ট হয়ে স্বামী- স্ত্রী’র মর্মান্তিক মৃত্যু মির্জাগঞ্জে ২ বছরেও শেষ হয়নি সড়ক নির্মানের কাজ ভোগান্তিতে এলাকাবাসী লালমোহন উপজেলা ‘বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন’ এর কমিটি গঠন বরিশালে ভুয়া ডাক্তার-মাদক ব্যবসায়ীসহ আটক চার গৌরনদীতে নারীর প্রতি সহিংসতা রোধে প্রচারাভিযান মির্জাগঞ্জে ১৭ বছরেও হয়নি কমিটি, নেতৃত্বশূন্য ছাত্রদল কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত থানায় বিষপানে আসামির মৃত্যু, দুই এএসআই সাময়িক বরখাস্ত SHARES Matched Content দেশের খবর বিষয়: খানাখন্দে ভরাবেতাগী-পটুয়াখালী সড়ক