কাঁচা মরিচের দাম ২০০ টাকা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:১৫ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২২ অনলাইন ডেস্ক : জয়পুরহাট জেলার কালাইয়ে সবজির দাম মোটামুটি বাড়লেও কাঁচা মরিচের দাম লাগামহীন হয়ে পড়েছে। গত তিন-চারদিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম ডাবল সেঞ্চুরি হয়েছে। এদিকে কাঁচা মরিচের দাম দফায় দফায় বৃদ্ধি পাওয়ায় ক্রেতাদের নাভিশ্বাস চরমে পৌঁছেছে। দাম বৃদ্ধির কারণে বাজারে প্রতিনিয়ত ক্রেতা-বিক্রেতাদের মাঝে কথা কটাকাটির ঘটনা ঘটছে। এমকি দুই-এক স্থানে হাতাহাতিও ঘটনা ঘটে। বিক্রেতারা বলছেন, দেশে তীব্র তাপদাহ আর ভ্যাপসা গরমের কারণে প্রচুর পরিমাণ কাঁচা মরিচের গাছ নষ্ট হয়েছে। এজন্য বাজারে মরিচ কম আসছে। তাই কাঁচা মরিচের দাম বেড়ে গেছে। তবে ক্রেতারা কেউ কেউ বলছেন, দেশে কোনো দুর্যোগ বা সংকটময় পরিস্থিতি তৈরি হলেই সবজির দাম হুট করে বেড়ে যায়। এত করে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। গতকাল শনিবার সারাদিন সরেজমিনে উপজেলার কালাইহাট, মোলামগাড়ীহাট, মাত্রাইহাটসহ, কালাই পৌরসভা, উদয়পুর, পুনট ও আহম্মেদাবাদ ইউনিয়নের বাজার ঘুরে দেখা গেছে, প্রতি ১০০ গ্রাম কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২০ টাকায় আর ২০০ গ্রাম কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৪০ টাকায়। টাকার হিসাবে প্রতিকেজি কাঁচা মরিচের দাম পড়ছে ২০০ টাকা। আর ভারতীয় কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৯০ থেকে ১৯৫ টাকার কেজি দরে। উপজেলার হাটবাজারে সরবরাহ কমে যাওয়ায় কাঁচা বাজারের রাজা এখন কাঁচা মরিচ। অন্যদিকে মরিচের সঙ্গে দাম বেড়েছে শসা, বেগুন, করলা, পটোল, মিষ্টি কুমড়া, চিচিঙ্গা, ঢেঁড়স। প্রতি কেজিতে ১৫ থেকে ২৫ টাকা বেড়ে শসা এখন বিক্রি হচ্ছে ৬৫ টাকায়। কেজিতে ৮ থেকে ১২ টাকা বেড়ে বেগুন এখন বিক্রি হচ্ছে ৪০ টাকায়। কেজিতে ১৫ থেকে ২০ টাকা বেড়ে করলা এখন বিক্রি হচ্ছে ৬০ টাকায়। কেজিতে ৫ থেকে ৮ টাকা বেড়ে পটোল এখন বিক্রি হচ্ছে ৪০ টাকায়। কেজিতে ১০ থেকে ১৩ টাকা বেড়ে মিষ্টি কুমড়া এখন বিক্রি হচ্ছে ৪৫ টাকায়। কেজিতে ৫ থেকে ৮ টাকা বেড়ে চিচিঙ্গা এখন বিক্রি হচ্ছে ৩০ টাকায়। কেজিতে ৭ থেকে ১১ টাকা বেড়ে কচুর মুখী (বৈয়া কচু) এখন বিক্রি হচ্ছে ৩৫ টাকায়। কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়ে ঢেঁড়স এখন বিক্রি হচ্ছে ৪০ টাকায়। কেজিতে ৩০ থেকে ৪০ টাকা বেড়ে ফুলকপি এখন বিক্রি হচ্ছে ১শ ১০ টাকায়। কেজিতে ২৫ থেকে ৪০ টাকা বেড়ে বারোমাসি সজিনা এখন বিক্রি হচ্ছে ১৬০ টাকার দরে বিক্রি হতে দেখা গেছে। সবজির দাম দফায় দফায় বৃদ্ধি পাওয়ায় উপজেলার ক্রেতারা এখন বিপাকে পড়েছে। উপজেলার বৈইরাগী বাজারে তাজুল নামের এক সবজি ক্রেতা বলেন, দেশে খরার অজুহাতে শুধু কাঁচা মরিচ নয়, বিভিন্ন সবজির দামও বেড়েছে। দেশে কোনো দুর্যোগ বা সংকটময় পরিস্থিতি তৈরি হলেই সবজির দাম হুট করে বেড়ে যায়। এভাবে সব জিনিসের দাম দফায় দফায় বাড়লে বাজার করাই আমাদের কঠিন হয়ে পড়বে। উপজেলার মোলামগাড়ীহাটের কাঁচামাল বিক্রেতা মোবারক বলেন, এখন কাঁচা মরিচ বিক্রি করে তেমন লাভ নেই। শুধু কাস্টমার ধরে রাখতে কাঁচা মরিচ রেখেছি। কাঁচা মরিচ দোকানে রাখা দেখে তারা কাঁচা মরিচের সঙ্গে অন্যান্য সবজি কিনছেন। তাই বেশি দামে কাঁচা মরিচ দোকানে রেখে দিয়ে কিছুটা লাভ পুষিয়ে নিচ্ছি। কালাই উপজেলার কৃষি অফিসার নীলিমা জাহান বলেন, এই এলাকার মাটি অনেক উর্বর হওয়ায় মরিচসহ অন্যান্য ফসলের আবাদ ভালো হয়। চলতি মৌসুমে প্রায় ১০ হেক্টর জমিতে মরিচ চাষ হয়েছে। কয়েকদিন ধরে বাজারে কাঁচা মরিচের দাম ওঠানামা করছে। কারণ তীব্র রোদ আর ভ্যাপসা গরমে এ অঞ্চলের অনেক মরিচের ক্ষেত নষ্ট হয়ে গেছে। এ কারণেই বাজারে কাঁচা মরিচ সরবরাহ কমে গেছে। তাই পাইকারিতে বাড়তি দরে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। ফলে খুচরা পর্যায়ে দাম বেড়েছে। এতে করে এলাকার কৃষকেরা অনেক লাভবান হচ্ছে। তবে কাঁচা মরিচের সরবরাহ বাড়লে দাম কমে আসবে। Share this:FacebookX Related posts: রাজশাহীতে নতুন পেঁয়াজের দাম পেয়ে খুশি কৃষক বড়াইগ্রামে বোরো ধান-চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি রূপপুর প্রকল্পে রড হেলে পড়ে ১৫ শ্রমিক আহত নওগাঁয় চালের দাম না কমলেও কমেছে ধানের নওগাঁয় সঞ্চয় সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী আত্রাইয়ে লক্ষ্যমাত্রার চেয়ে অধিক জমিতে আলু চাষ একদিন বন্ধ থাকার পর ফের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু রাণীনগরে ব্র্যাক ব্যাংকের এজেন্ট শাখার উদ্বোধন হিলি বন্দর দিয়ে ১৫ মার্চ থেকে ফের পেঁয়াজ আমদানি আত্রাইয়ে বাজার নিয়ন্ত্রণে টিসিবির পণ্য বিক্রি শুরু আবারও বেনাপোল পেট্রাপোল বন্দরে চালু হলো আমদানি-রফতানি বানিজ্য চা পাতার সন্তোষজনক মূল্য না হলে আন্দোলনের হুশিয়ারী SHARES Matched Content অর্থ বাণিজ্য বিষয়: ২০০ টাকাকাঁচা মরিচের দাম