নওগাঁয় সঞ্চয় সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২০ ? নাজমুল হক নাহিদ, নওগাঁ প্রতিনিধি ঃ অপচয় না করে সঞ্চয় কর, সমাজ ও দেশকে সমৃদ্ধ কর এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় সঞ্চয় সপ্তাহ ২০২০ পালিত হয়েছে। শনিবার জেলা সঞ্চয় অফিস থেকে একটি বর্নাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে নিজ কার্যালয়ে এসে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে র্যালীর উদ্বোধন করেন স্থানীয় সরকারের উপ-পরিচালক গোলাম মোঃ শাহনেওয়াজ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায়। এছাড়াও অন্যান্যের মধ্যে সোনালী ব্যাংক নওগাঁ প্রধান শাখার এজিএম ওলিউজ্জামান, নওগাঁ জেলা ওষুধ তত্বাবধায়ক তাহমিদ জামিল, জেলা সঞ্চয় কর্মকর্তা শফিকুল ইসলাম,জেলা সঞ্চয় অফিসের অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর ইয়াকুব আলীসহ বিভিন্ন সকারী অফিসের কর্মকর্তা-কর্মচারী ও বিনিয়োগকারীগণ উপস্থিত ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায় বলেন, সঞ্চয় হচ্ছে সামাজিক নিরাপত্তা। ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়গুলোর মাধ্যমে অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত হয়। বিশেষ করে নারী বয়স্ক ও অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা-কর্মচারীরা সঞ্চয় প্রকল্প গ্রহনের মাধ্যমে তাদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে পারে। সঞ্চয় অধিদপ্তর যেহেতু সরকারী প্রতিষ্ঠান সেহেতু এখানে নিরাপত্তার বিষয়ে কোন ঝুঁকি নেই। শতভাগ নিরাপদ। Share this:FacebookX Related posts: নওগাঁয় জাতীয় উদ্যান আলতাদিঘীতে বিরল প্রজাতির কালিম পাখি অবমুক্ত নওগাঁয় বাম গনতান্ত্রিক জোট ও বিএনপির বিক্ষোভ সমাবেশ নওগাঁর সাপাহারে অতিথি পাখির কলতানে মুখরিত জবই বিল নওগাঁর হারিয়ে যাওয়া গৌরব : দুবলহাটি রাজবাড়ি নওগাঁয় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত লুটপাটের মামলায় বিতর্কিত ইউপি চেয়ারম্যানের কারাদন্ড, এলাকায় মিষ্টি বিতরণ নওগাঁয় ছোট যমুনার ধারে ময়লা-আবর্জনা দূর্গন্ধে নষ্ট হচ্ছে পরিবেশ নওগাঁয় জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত রাণীনগরে বাড়ির ছাদে বাণিজ্যিক ভাবে চাষ হচ্ছে ঘৃতকুমারী নওগাঁ পাকুরিয়া গণহত্যা দিবস পালন রূপপুর প্রকল্পে রড হেলে পড়ে ১৫ শ্রমিক আহত নওগাঁয় চালের দাম না কমলেও কমেছে ধানের SHARES Matched Content অর্থনৈতিক বিষয়: নওগাঁবর্ণাঢ্য র্যালীসঞ্চয় সপ্তাহ