একদিন বন্ধ থাকার পর ফের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২০

নিজস্ব প্রতিবেদক : ভারতের ৭১তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে একদিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। সোমবার সকাল থেকে বন্দরের সকল কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন হিলি পানামা পোর্ট লিংকের গণসংযোগ কর্মকর্তা সোহারাফ হোসেন প্রতাব মল্লিক।

তিনি বলেন, ভারতের ৭১তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রোববার বন্দরের আমদানি-রফতানি বন্ধ ছিলো। সোমবার সকাল থেকে স্থল বন্দরে যথারীতি সকল প্রকার আমদানি-রপ্তানির কার্যক্রম শুরু হয়েছে। বন্দরে ভারতীয় ট্রাক আনলোডসহ দেশী ট্রাকগুলো লোড হয়ে দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যাওয়া শুরু করেছে।

হিলি ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তা রফিকুজ্জামান জানান, রোববার বন্দরের সকল কার্যক্রম বন্ধ থাকলেও হিলি চেকপোষ্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল। সোমবারও স্বাভাবিক রয়েছে।