লালমনিরহাটে বজ্রপাতে মহিষসহ রাখালের মৃত্যু

প্রকাশিত: ১:১৭ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২২

সময় নিউজ ডেস্ক : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বজ্রপাতে দুই মহিষসহ মোজা মিয়া (৫২) নামে এক রাখালের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার ভোটমারী ইউনিয়নের শৌলমারী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গৃহপালিত মহিষ নিয়ে বাড়ির পাশে খোলা মাঠে মহিষ চড়াতে যান রাখাল মোজা মিয়া। এ সময় বিকেলে আকাশে কালো মেঘ দেখা দিলেও মাঠেই ছিলেন তিনি। হঠাৎ বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই মোজা মিয়া সহ তার দুই মহিষের মৃত্যু হয়।