রূপপুর প্রকল্পে রড হেলে পড়ে ১৫ শ্রমিক আহত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২০ অনলাইন ডেস্ক : নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দেয়ালের রড হেলে পড়ে ১৫ শ্রমিক আহত হয়েছেন। আহতদের মধ্যে ১ জনের অবস্থা গুরুতর। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যান্যদের ঈশ্বরদী সরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। রাশিযান ঠিকাদারী প্রতিষ্ঠান ‘নিকিমথ’ কোম্পানীর কাজ করার সময় মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে প্রকল্প এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নিকিমথ কোম্পানীর একটি ভবনের ইউএফসি-৬ এলাকায় ইউকেএস ভবনের কাজ করার সময় দেয়াল তৈরীর জন্য বাঁধা রড হেলে পড়লে এই শ্রমিকরা আহত হয়। ৪০ ফিট উচ্চতা সম্পন্ন এবং মাথায় ৩৬ ফিট এই দেয়াল নির্মাণের জন্য ২৮ মিলি রড বাঁধা ছিলো। এখানে কাজ করার সময়ই রড হেলে পড়ে। আহতদের দ্রুত ঈশ্বরদী হাসপাতালে নেয়া হয়। ঈশ্বরদী হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান, গুরুতর আহত মামুন (৩০) কে রাজশাহী পাঠানো হয়। অন্যান্য আহতরা হলো লিটন হোসেন (৪০), জাহিদুল (৩৮), জিল্লুর হোসেন (৩৮), আসাদুজ্জামান পলাশ (৩২), আব্দুর রহমান (২৪), কিরণ প্রামাণিক (৩৯), আবু সাইদ (৪৫), মেহেদী হাসান (২০) ও জুয়েল বিশ্বাস (৩২)। আরো ৫ জন স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহন করেছে। Share this:FacebookX Related posts: রাজশাহীতে নতুন পেঁয়াজের দাম পেয়ে খুশি কৃষক বড়াইগ্রামে বোরো ধান-চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি নওগাঁয় চালের দাম না কমলেও কমেছে ধানের জয়পুরহাটে ব্রোকলি চাষে লাভবান হওয়ার স্বপ্ন দেখছে কৃষক দেলোয়ার আত্রাইয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে হিসাব রক্ষণ অফিসের কার্যক্রম রাণীনগরে বাড়ির ছাদে বাণিজ্যিক ভাবে চাষ হচ্ছে ঘৃতকুমারী আখাউড়া বন্দরে আমদানি-রপ্তানি শুরু শার্শায় বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত প্রণব মুখার্জির সম্মানে বাংলাবান্ধায় আমদানি-রপ্তানি ১দিন বন্ধ গৌরীপুরে শাক-সবজির দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে নিন্মবিত্ত-মধ্যবিত্তের নাভিশ্বাস! সোনাহাট স্থলবন্দরে ধর্মঘট চলছে হিলি স্থলবন্দর দিয়ে ৩ দিনে ৫১২ মেট্রিক টন চাল আমদানী SHARES Matched Content অর্থ বাণিজ্য বিষয়: ১৫ শ্রমিক আহতপ্রকল্পেরড হেলে পড়েরূপপুর