মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত অমিত হাবিব দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:১৩ পূর্বাহ্ণ, জুলাই ৩০, ২০২২ স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক সাংবাদিক অমিত হাবিব। শুক্রবার (২৯ জুলাই) রাত সাড়ে আটটার দিকে উপজেলার কাজীড়বেড় গ্রামে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এসময় পরিবারের সদস্যসহ আশপাশের এলাকার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। এর আগে সকাল ১০টায় রাজধানীর বাংলামোটরে দেশ রূপান্তর কার্যালয়ের নিচে প্রথম জানাজা শেষে বেলা সোয়া ১১টার দিকে সাংবাদিক অমিত হাবিবের মরদেহ জাতীয় প্রেস ক্লাবে আনা হয়। বেলা ১১টা ৪২ মিনিটে প্রেস ক্লাবের টেনিস গ্রাউন্ডে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, দৈনিক সমকালের সম্পাদক মোজাম্মেল হোসেন, ডিবিসি সম্পাদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, সহ-সভাপতি হাসান হাবীব ছাড়াও বিভিন্ন সংবাদমাধ্যমের সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক, সাংবাদিক নেতা, রাজনৈতিক নেতা এবং তার সহকর্মীরা অংশ নেন। জানাজা শেষে তার মরদেহে শেষ শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের সাংবাদিকরা। বৃহস্পতিবার (২৮ জুলাই) দিনগত রাত ১১টা ১৫ মিনিটে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে মারা যান সাংবাদিক অমিত হাবিব। তার বয়স হয়েছিল ৫৯ বছর। ১৯৬৩ সালের ২৩ অক্টোবর সীমান্তবর্তী কাজীরবেড় গ্রামে জন্ম প্রথিতযশা এ সাংবাদিকের। Share this:FacebookX Related posts: খুলনায় সাংবাদিক পান্নুর উপর হামলা,আসামীদের গ্রেফতার করতে ব্যার্থ পুলিশ শনিবার খুলনা যাচ্ছেন শিক্ষামন্ত্রী সম্প্রচারমাধ্যমকর্মীরা চাকরিগত সুরক্ষার আওতায় আসবেন : তথ্যমন্ত্রী জীবন ঝুঁকি, নিয়ে কাজ করছে সাংবাদিক স্বাধীন গণমাধ্যম রাষ্ট্রকে এগিয়ে নেয় : তথ্যমন্ত্রী সাংবাদিকরা করোনা মোকাবিলায় সম্মুখযোদ্ধা: তথ্যমন্ত্রী তথ্য মন্ত্রণালয়ে ‘স্যোশাল এন্ড নিউ মিডিয়া উইং’গঠনের সিদ্ধান্ত ৯২ পত্রিকার অনলাইন পোর্টাল নিবন্ধনের অনুমতি পেয়েছে জাতীয় প্রেস ক্লাব নির্বাচন: ফরিদা-ফারুক প্যানেলকে ভোট দিতে সম্পাদক ফোরামের আহ্বান আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস সাংবাদিকতা চালিয়ে যাব: রোজিনা শীতকালীন সংসদে গণমাধ্যমকর্মী আইন উত্থাপন: তথ্যমন্ত্রী SHARES Matched Content খুলনা বিভাগ বিষয়: অমিত হাবিবচিরনিদ্রায় শায়িতমায়ের কবরের পাশে