জাতীয় প্রেস ক্লাব নির্বাচন: ফরিদা-ফারুক প্যানেলকে ভোট দিতে সম্পাদক ফোরামের আহ্বান দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২০ অনলাইন ডেস্ক : জাতীয় প্রেস ক্লাব নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম মনোনীত ফরিদা ইয়াসমিন-ওমর ফারুক প্যানেলকে ভোট দিয়ে জয়যুক্ত করতে বাংলাদেশ সম্পাদক ফোরাম জাতীয় প্রেস ক্লাব সদস্যদের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকারকে কঠোর আইনানুগ পদক্ষেপ নেওয়ার জন্য সম্পাদক ফোরাম জোর দাবি জানিয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে এই অপশক্তিকে মোকাবেলারও আহ্বান জানিয়েছে বাংলাদেশ সম্পাদক ফোরাম। শনিবার (২৬ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত বাংলাদেশ সম্পাদক ফোরামের সভায় এ আহ্বান জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ফোরামের উপদেষ্টা, সাংবাদিক সমাজের শীর্ষ নেতা, ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন, উপদেষ্টা পরিষদের সদস্য আমাদের কুমিল্লা সম্পাদক নাঈমুল ইসলাম খান, বাংলাদেশের খবর সম্পাদক আজিজুল ইসলাম ভূঁইয়া, ভোরের ডাক সম্পাদক কেএম বেলায়েত হোসেন, ফোরামের আহ্বায়ক স্বদেশ প্রতিদিন সম্পাদক রফিকুল ইসলাম রতন, যুগ্ম আহ্বায়ক আলোকিত বাংলাদেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদ আনোয়ার ও দৈনিক আমাদের নতুন সময় সম্পাদক নাসিমা খান মন্টি, সদস্য সচিব আজকালের খবর সম্পাদক ফারুক আহমেদ তালুকদার, আহ্বায়ক কমিটির সদস্য দৈনিক জনতা সম্পাদক আহসান উল্লাহ, ডেইলি ইন্ডাস্ট্রি সম্পাদক ড. এনায়েত করিম, দৈনিক মানবকন্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক দুলাল আহমেদ চৌধুরী, দৈনিক শেয়ারবিজ সম্পাদক মীর মনিরুজ্জামান, বাংলাদেশের আলো সম্পাদক মফিজুর রহমান খান বাবু, সংবাদ প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক রিমন মাহফুজ, ডেইলি সিটিজেন টাইমস সম্পাদক নাজমুল আলম তৌফিক ও প্রতিদিনের সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক এসএম মাহবুবুর রহমান। Share this:FacebookX Related posts: গণমাধ্যমের শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে : তথ্যমন্ত্রী সম্প্রচারমাধ্যমকর্মীরা চাকরিগত সুরক্ষার আওতায় আসবেন : তথ্যমন্ত্রী করোনাভাইরাস মোকাবেলায় সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করতে সাংবাদিকদের প্রতি তথ্যমন্ত্রীর আহবান কুড়িগ্রামের সাবেক ডিসিসহ চার কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা স্বাধীন গণমাধ্যম রাষ্ট্রকে এগিয়ে নেয় : তথ্যমন্ত্রী প্রতিটি সাংবাদিককে ২০ হাজার করে টাকা প্রণোদনা দিন: ডা. জাফরুল্লাহ সাংবাদিকরা করোনা মোকাবিলায় সম্মুখযোদ্ধা: তথ্যমন্ত্রী প্রথম ধাপে ৫০টি অনলাইন গণমাধ্যমের নিবন্ধন হবে: তথ্যমন্ত্রী অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের সংশোধিত তালিকায় বাদ ১০টি তথ্য মন্ত্রণালয়ে ‘স্যোশাল এন্ড নিউ মিডিয়া উইং’গঠনের সিদ্ধান্ত ৯২ পত্রিকার অনলাইন পোর্টাল নিবন্ধনের অনুমতি পেয়েছে ‘ইউটিউব চ্যানেল-আইপি টিভিতে সংবাদ নয়’ SHARES Matched Content জাতীয় বিষয়: জাতীয় প্রেস ক্লাব নির্বাচনফরিদা-ফারুক প্যানেলকে ভোট দিতেসম্পাদক ফোরামের আহ্বান