পূর্বধলায় বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল অনুষ্ঠিত

প্রকাশিত: ১:০৩ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২২

অনলাইন ডেস্ক : নেত্রকোনার পূর্বধলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) পূর্বধলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ইউনিয়ন পর্যায়ে ক্লাস্টারভুক্ত বঙ্গবন্ধু গোল্ডকাপের বালক শাখায় উকুয়াকান্দা সরকারি প্রা. বিদ্যালয়কে ট্রাইবেকারে ৫-৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আৎকাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

আর বঙ্গমাতা গোল্ডকাপের বালিকা শাখায় হাটকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-১ গোলে ট্রাইবেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তেনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

ফাইনাল খেলা শেষে বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমাআরা বেগম। এ সময় উপস্থিত ছিলেন পূর্বধলা জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রথান শিক্ষক নূরে আলম সিদ্দিকী মামুন,উপজেলা সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাগণ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষার্থী ও দর্শকবৃন্দ।