গাজিরভিটায় মুক্তিযোদ্ধা মরহুম মকবুল হোসেন সিদ্দিকীর স্বরণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২০

কামরুল হাসান ধোবাউড়া : ময়মনসিংহের গাজিরভিটা ইউনিয়নে মরহুম বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের স্বরণ সভা গাজিরভিটা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল কার্যালয় চত্তরে অনুষ্ঠিত হয়।

গত বুধবার বিকেলে গাজিরভিটা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ৪৮ বছরের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে স্বরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হালুয়াঘাট উপজেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাষা শহীদ আব্দুল জব্বার স্বৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গাজিরভিটা ইউনিয়ন আওয়ামীগের সাধারন সম্পাদক আব্দুল মান্নান,ভাষা সৈনিক শাহ্ মাজহারুল হান্নান,বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ,ডেপুটি কমান্ডার মিঃ হার্ডসন সাংমা, যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা অকিল বাতিক, সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক,গাজিরভিটা সরকারি প্রাঃ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুর্শিদা সিদ্দিকী, ধোবাউড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, সাংবাদিক ফজলুল হক ফকির প্রমুখ।

প্রয়াত মুক্তিযোদ্ধা মগবুল হোসেনের একমাত্র কন্যা মুর্শিদা সিদ্দিকীকে গাজিরভিটা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে বিশেষ উপহার প্রদান করা হয়।

এছাড়া উপস্থিত সাংবাদিক ও সুধীজনকে ৩৩৬ বছরের ক্যালেন্ডার প্রদান করেন ডেপুটি কমান্ডার মিঃ হার্ডসন সাংমা। শোক বাণী পাঠ ও অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বাঘবেড় ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি আবুল কাশেম।