ভুতুরে বিদ্যুৎ বিল বাতিলসহ ৫ দফা দাবিতে গৌরীপুরে কৃষকদের বিক্ষোভ-সমাবেশ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২০ গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে ভূতুরে বিদ্যুৎবিল বাতিলসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কৃষকরা। বুধবার (৮ জানুয়ারি) উপজেলা কৃষক সমিতি আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে উপজেলা পরিষদ চত্বরে সমাবেশ করে। সমাবেশ থেকে পিডিবি’র কৃষি সেচে বিদ্যুতের অতিরিক্ত বিল মওকুফ, পল্লী বিদ্যুতের আবাসিক সংযোগে ২ ঘোড়া মটারে কৃষি সেচে জরিমানা বন্ধ, ইউনিয়ন পর্যায়ে বাজারে সরাসরি কৃষকের কাছ থেকে সরকারিভাবে ধান ক্রয়, পাইকারী ও ও খুচরা পর্যায়ে সকল সারের দোকানে মূল্য তালিকা প্রদর্শন ও মনিটরিং ও কৃষকের ধান বিক্রিতে ঢলতা প্রথা বাতিল সহ ৫ দফা দাবি জানানো হয়। উপজেলা কৃষক সমিতির সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান ফকিরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, জেলা ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক সুশান্ত দেবনাথ খোকন, উপজেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি কমরেড হারুন আল বারী, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা কৃষক সমিতির সহসভাপতি তোফাজ্জল হোসেন হেলিম, বাংলাদেশ মানবাধিকার কমিশন গৌরীপুর শাখার সাধারণ সম্পাদক রইছ উদ্দিন, উপজেলা ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এনামুল হাসান অনয়, উদীচী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, কৃষক আব্দুল হালিম, আলী হোসেন, রুমেল মিয়া, ফেরদৌস মিয়া প্রমুখ। সমাবেশ শেষে কৃষকরা উপজেলা নির্বাহী অফিসারের (ভারপ্রাপ্ত) কাছে ৫ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেন। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মাসুদ রানা স্মারকলিপি গ্রহণের সত্যতা নিশ্চিত করে বলেন, কৃষকদের স্মারকলিপি হাতে পেয়েছি। কৃষকদের যৌক্তিক দাবিগুলো যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। Share this:FacebookX Related posts: গৌরীপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদে ক্ষুব্দ গৌরীপুরের রাইস মিল মালিকরা গৌরীপুরে পুকুর বেদখল: গ্রাম আদালতে মামলা গৌরীপুরে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পুলিশের সমাবেশ গৌরীপুরে এসএসসি’র চার পরীক্ষার্থী নিয়ে তোলপাড়! গৌরীপুরে বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে চালাচ্ছে সেচ যন্ত্র গৌরীপুরে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সমাবেশ গৌরীপুর কাঁচা বাজার সমিতি গঠিত গৌরীপুর সরকারী কলেজ অভ্যন্তরে প্রাচীন স্থাপনা না ভাঙ্গার দাবী গৌরীপুর ডৌহাখলা ইউনিয়নে ২১১জন অসহায়দের মাঝে ভাতাবহি বিতরণ গৌরীপুর বিদ্যুত অফিসে অগ্নিদগ্ধ বিদ্যুৎকর্মী হবি’র অবস্থা সংকটাপন্ন গৌরীপুর পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রার্থীদের জরিমানা SHARES Matched Content দেশের খবর বিষয়: কৃষকদের বিক্ষোভ-সমাবেশগৌরীপুরবাতিলসহ ৫ দফা দাবিতেভুতুরে বিদ্যুৎ বিল