রাশিয়া-ইউক্রেন চুক্তি সই, ফের চালু হচ্ছে শস্য রপ্তানি দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:৫৬ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২২ আন্তর্জাতিক ডেস্ক : কৃষ্ণসাগরের বন্দরগুলো দিয়ে শস্য রপ্তানি ফের চালু করতে চুক্তি করেছে রাশিয়া ও ইউক্রেন। শুক্রবার (২২ জুলাই) ইস্তাম্বুলে তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় সই হয়েছে বহুল প্রত্যাশিত এই চুক্তি। এর ফলে আন্তর্জাতিক বাজারে শস্য সরবরাহে সাম্প্রতিক সংকট কাটবে বলে আশা করা হচ্ছে। এদিন চুক্তি করলেও যুদ্ধরত দুই দেশের প্রতিনিধিরা কেউ কারও সামনাসামনি হননি। বরং পৃথকভাবে চুক্তিপত্রে সই করেছেন তারা। খুব সতর্কতার সঙ্গে এক টেবিলে বসা কিংবা হাত মেলানোর মতো সৌজন্যগুলো এড়িয়ে গেছেন রাশিয়া-ইউক্রেনের প্রতিনিধিরা। ইউক্রেন বলেছে, তারা শস্য রপ্তানির বিষয়ে রাশিয়ার সঙ্গে কোনো চুক্তি করেনি, করেছে জাতিসংঘের সঙ্গে। তারা আরও জানিয়েছে, চুক্তির অন্যতম শর্ত হলো, জাহাজগুলোতে যখন তল্লাশি চালানো হবে, সেটি যেন তুরস্কের জলসীমায় হয়। এদিন চুক্তির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এরদোয়ান বলেছেন, এই চুক্তি বিশ্বের কোটি কোটি মানুষকে দুর্ভিক্ষের মুখে পড়া থেকে বাঁচাবে। জাতিসংঘ প্রধানের মতে, এটি একটি আশার আলো। বলেছেন, রাশিয়া-ইউক্রেনের সম্মতিতে এই চুক্তি বিশ্বকে স্বস্তি দেবে। যুদ্ধরত দুই দেশকে চুক্তিতে রাজি করাতে সহযোগিতায় করায় তুরস্কের প্রতি কৃতজ্ঞতা জানান গুতেরেস। তিনি বলেন, এই প্রক্রিয়ার প্রতিটি পদক্ষেপে আঙ্কারার ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ। জাতিসংঘ প্রধান জানান, এই চুক্তি ইউক্রেনের তিনটি প্রধান বন্দর- ওডেসা, চেরনোমর্স্ক এবং ইউঝনি দিয়ে বিপুল পরিমাণ খাদ্যশস্য রপ্তানির দুয়ার খুলে দিয়েছে। চুক্তি ঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কি না তা পর্যবেক্ষণে জাতিসংঘ একটি সমন্বয় কেন্দ্র খুলবে বলেও জানান তিনি। তথ্যসূত্র : ব্লুমবার্গ, আল জাজিরা Share this:FacebookX Related posts: ফর্সা করার ক্রিমের বিজ্ঞাপন দিলে ৫ বছরের জেল, ৫০ লাখ জরিমানা বাংলাদেশে মে’তে করোনা ৯৭ শতাংশ নির্মূল হবে: গবেষণা চীনা কিটে ত্রুটি, ক্রয় আদেশ বাতিল করল ভারত বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ছাড়ালো ২ লাখ ২৮ হাজার লকডাউন তুলে নিচ্ছে ভারত শিশুরা ভ্যাকসিন পেতে পারে ২০২২ সালে : ডব্লিউএইচও মুম্বাই হামলার মূল পরিকল্পনাকারী লাখভির ১৫ বছর কারাদণ্ড মিয়ানমারে আরও ৮ বিক্ষোভকারীকে গুলি করে হত্যা করোনার টিকা রফতানি সাময়িক বন্ধ করল ভারত পাকিস্তানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল ভারত করোনায় আক্রান্ত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী চীনে ভবন ধসে নিহত ৫৩ SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: চুক্তি সইফের চালু হচ্ছেরাশিয়া-ইউক্রেনশস্য রপ্তানি