পাকিস্তানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল ভারত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:৪৪ পূর্বাহ্ণ, মার্চ ১২, ২০২২ অনলাইন ডেস্ক : ‘কারিগরি ত্রুটির কারণে দুর্ঘটনাবশত’ পাকিস্তানে একটি ক্ষেপণাস্ত্র ছুটে গেছে বলে দাবি করেছে ভারত। শুক্রবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে নয়াদিল্লি। খবর রয়টার্সের। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘৯ মার্চ নিয়ম মাফিক পরীক্ষার সময়, কারিগরি ত্রুটির কারণে দুর্ঘটনাবশত ক্ষেপণাস্ত্রটি নিক্ষিপ্ত হয়। ক্ষেপণাস্ত্রটি পাকিস্তানের ভূখণ্ডে পড়েছে বলে জানা গেছে। এ ঘটনা অত্যন্ত দুঃখজনক, তবে কারো প্রাণহানি হয়নি, এটা স্বস্তির খবর। সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে এবং একটি উচ্চ পর্যায়ের কোর্ট অব ইনকোয়ারির নির্দেশ দেওয়া হয়েছে।’ টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ভারত সরকার বিষয়টি খুবই গুরুত্ব দিয়ে দেখছে এবং আদালতের উচ্চপর্যায়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনায় ইসলামাবাদে ভারতের চার্জ ডি‘অ্যাফেয়ার্সকে তলব করে ‘অকারণে আকাশসীমা লঙ্ঘনের’ তীব্র প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান। পাকিস্তানি বিমান বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, ভারতীয় ক্ষেপণাস্ত্রটি ভূপৃষ্ঠ থেকে ৪০ হাজার ফুট ওপর দিয়ে শব্দের চেয়ে তিনগুণ গতিতে উড়ে প্রায় ১২৪ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পাকিস্তানের ভূখণ্ডে আঘাত করেছিল। গত বুধবার ভারতের ওই ক্ষেপণাস্ত্র পাকিস্তানের মাটিতে গিয়ে পড়ে। তবে তাতে কোনো ওয়ারহেড (বিস্ফোরক) ছিল না। এমন ঘটনা অপ্রীতিকর পরিণতি ডেকে আনতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছিল পাকিস্তান। এরপরই ভারত বিবৃতি দিয়ে তাদের অবস্থান ব্যাখ্যা করল। Share this:FacebookX Related posts: ভারতের নতুন সেনাপ্রধানের দায়িত্ব নিলেন মনোজ মুকুন্দ ২০১৯ সালে ১৮৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি দুঃসময়ে ফের বাংলাদেশের পাশে দাঁড়াচ্ছে ভারত চীনা কিটে ত্রুটি, ক্রয় আদেশ বাতিল করল ভারত লকডাউন তুলে নিচ্ছে ভারত পাকিস্তানে ৯৮ আরোহীবাহী প্লেন বিধ্বস্ত পাকিস্তানে বিমান দুর্ঘটনায় নিহত ৯৭ পঞ্চম দফায় আরও ১ মাস লকডাউন বাড়াল ভারত তাইওয়ান প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজ, সতর্ক করল চীন ৩ দিনের যৌথ মহড়ায় ভারত-শ্রীলঙ্কা করোনার উৎস ভারত-বাংলাদেশ, দাবি চীনা বিজ্ঞানীদের মিয়ানমারকে ১৫ লাখ ডোজ টিকা দিচ্ছে ভারত SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: করলক্ষেপণাস্ত্র নিক্ষেপপাকিস্তানেভারত