বাংলাদেশে মে’তে করোনা ৯৭ শতাংশ নির্মূল হবে: গবেষণা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২০ অনলাইন ডেস্ক ; আসন্ন মে মাসে বাংলাদেশ থেকে প্রাণঘাতী করোনা ভাইরাস ৯৭ শতাংশ নির্মূল হবে বলে পূর্বাভাস দিয়েছে সিঙ্গাপুরভিত্তিক ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ডিজাইনের (এসইউটিডি) ডাটা ড্রাইভেন ইনোভেশন ল্যাবের গবেষকরা। শুধু তাই নয়, ৩০ মের মধ্যে ৯৯ শতাংশ ও ১৫ জুলাইয়ের মধ্যে শতভাগ করোনা ভাইরাসই বাংলাদেশ থেকে নির্মূল হবে বলে পূর্বাভাসে জানিয়েছেন তারা। রোববার নিজেদের ওয়েবসাইটে বিশ্বব্যাপী করোনা ভাইরাস বিস্তারের ধরণ, বৈশিষ্ট্য, মানবদেহে এর প্রভাবসহ বিভিন্ন প্যারামিটার হিসেব করে ১৩১টি দেশে করোনার স্থায়ীত্বকাল বিষয়ক পূর্বাভাস প্রকাশ করে এসইউটিডি। গবেষণা কাজে সাসেপটিবল ইনফেক্টেড রিকাভারড (সার) মডেল ব্যবহার করেছে তারা। এ মডেলের ওপর ভিত্তি করে চালানো গবেষণা অনুসারে, চলতি বছরের ৮ ডিসেম্বরের মধ্যে সারা বিশ্ব থেকে করোনা নির্মূল হবে বলে পূর্বানুমান করা হচ্ছে। এই প্রথম করোনা নির্মূল সংক্রান্ত এ ধরনের পূর্বাভাস এলো। মডেলে দেখা যায়, বিশ্বব্যাপী দিন দিন করোনার প্রকোপ কমে আসছে। বিভিন্ন দেশ থেকে পাওয়া তথ্য, গবেষণা, ও করোনা ভাইরাসের আয়ুষ্কাল বিষয়ক নানান উপাত্তে ভর দিয়ে এ পূর্বাভাস দেওয়া হয়েছে। এসইউটিডির পূর্বাভাস অনুযায়ী, বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতে আগামী ২২ মের মধ্যে করোনার সংক্রমণ ৯৭ শতাংশ কমে যাবে। ৯৯ শতাংশ কমতে সময় লাগবে ১ জুন পর্যন্ত। পুরোপুরি নির্মূল হতে সময় লাগবে ২৬ জুলাই পর্যন্ত। এছাড়া সারাবিশ্ব থেকে ৯৭ শতাংশ করোনা লোপ পেতে সময় লাগবে ২৯ মে পর্যন্ত। সম্পূর্ণ লোপ পাবে চলতি বছরের ৮ ডিসেম্বরের মধ্যে। এতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রে ১১ মের মধ্যে, যুক্তরাজ্যে ১৫ মে, জার্মানিতে ২ মে, ফ্রান্সে ৫ মে, স্পেনে ৩ মে ও ইতালিতে ৭ মের মধ্যে করোনার প্রকোপ ৯৭ শতাংশ কমে যাবে। Share this:FacebookX Related posts: আর্দ্রতা-তাপমাত্রা বাড়িয়ে করোনার বিস্তার কমানো সম্ভব : গবেষণা বাংলাদেশে এবারের বন্যা সবচেয়ে দীর্ঘস্থায়ী হবে : জাতিসংঘ সামরিক সমর্থনেও ট্রাম্পের চেয়ে এগিয়ে বাইডেন: গবেষণা কুয়েতের আমিরের মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক আজ মালয়েশিয়া ত্যাগ করলেন ১৫৪ বাংলাদেশি অবৈধভাবে হজ করতে গিয়ে সৌদিতে গ্রেপ্তার ২৪৪ ফুটন্ত পানি করোনাভাইরাসকে সাথে সাথে ধ্বংস করতে পারে: গবেষণা ঘানায় গির্জা ধসে শিশুসহ কমপক্ষে ২২ জন নিহত কাবুলে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৮ স্পেনে কারফিউ-জরুরি অবস্থা জারি কাফালা পদ্ধতি বাতিলের কথা ভাবছে সৌদি বাংলাদেশি কর্মীদের হতাশ করা উচিত নয় ইউরোপের SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: করোনা ৯৭ শতাংশ নির্মূল হবেগবেষণাবাংলাদেশেমে'তে