বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ছাড়ালো ২ লাখ ২৮ হাজার

প্রকাশিত: ১:৪২ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২০

অনলাইন ডেস্ক : নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে প্রাণ হারিয়েছেন ২ লাখ ২৮ হাজার ২৩৯ জন। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩২ লাখ ২০ হাজার ৮৪৭ জন। চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১০ লাখ ০১ হাজার ০০৮ জন।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ১০টা ৪৮ মিনিটের দিকে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

সবচেয়ে বেশি শনাক্ত রোগী রয়েছে যুক্তরাষ্ট্রে। যা ১০ লাখ ৬৪ হাজার ৫৭২ জন। দেশটিতে মারা গেছেন ৬১ হাজার ৬৬৯ জন। যা বিশ্বে সর্বাধিক।

মৃতের সংখ্যায় এরপরই রয়েছে ইতালি। দেশটিতে মারা গেছেন ২৭ হাজার ৬৮২ জন। আক্রান্ত হয়েছেন ২ লাখ ০৩ হাজার ৫৯১ জন। এরপর রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে মারা গেছেন ২৬ হাজার ০৯৭ জন। আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৫ হাজার ২২১ জন।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এরপর থেকেই তা সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে।