ফর্সা করার ক্রিমের বিজ্ঞাপন দিলে ৫ বছরের জেল, ৫০ লাখ জরিমানা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২০ আন্তর্জাতিক ডেস্ক : এই ক্রিম মাখলে এত সপ্তাহের মধ্যে আপনি ফর্সা হতে পারবেন। এই ক্রিমে রোধ করতে পারবেন বার্ধক্য। অথবা এই ওষুধ খেলে বেড়ে যাবে আপনার যৌন ক্ষমতা। এমন অতিরঞ্জিত বুলিতে কোনো বিজ্ঞাপন প্রচার বা প্রকাশ হলে ৫ বছরের কারাদণ্ড ও ৫০ লাখ রুপি জরিমানা করার আইন হচ্ছে ভারতে। ওই খসড়া প্রস্তাবে বলা হয়েছে, এখন প্রচারমাধ্যমে এমনসব বিজ্ঞাপন নজরে আসে- যেখানে ‘জাদুকরি’ ওষুধে যৌন ক্ষমতা বাড়ানোর কথা বলা হয়, প্রসাধনী মাখলে ত্বক ফর্সা হবে দাবি করা হয়। নারীদের বন্ধ্যাত্ব ঘোচানো, অকালে বার্ধক্য ঠেকানো, মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ানোর কথাও বলা হয় কিছু পণ্যের বিজ্ঞাপনে। আদতে এ ধরনের ওষুধ বা প্রসাধনীর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। কিন্তু চিত্তাকর্ষক এসব বিজ্ঞাপন দেখে ফাঁদে পড়েন সাধারণ মানুষ। সেসব পণ্য কিনে তারা শিকার হন প্রতারণার। তাই এমন অতিরঞ্জিত বুলির বিজ্ঞাপন দেখালে সংশ্লিষ্ট ব্যক্তির পাঁচ বছর কারাদণ্ড এবং ৫০ লাখ টাকা পর্যন্ত জরিমানা হবে। প্রস্তাবে বলা হয়েছে, ওষুধ-প্রসাধনী বা এ জাতীয় পণ্যের বিজ্ঞাপনে ৭৮টি তালিকাভুক্ত রোগ-ব্যাধির নাম যেন না থাকে। বিদ্যমান আইনে এমন অতিরঞ্জিত বুলির বিজ্ঞাপন প্রচার করলে জরিমানাসহ ছয় মাসের কারাদণ্ডের বিধান আছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় মনে করছে, এমন লঘুশাস্তি এ ধরনের বাড়াবাড়ি ঠেকাতে পারছে না। তাই প্রস্তাবিত খসড়ায় বলা হয়েছে, যৌন ক্ষমতা বর্ধক ওষুধ, ফর্সা করার ক্রিম, বন্ধ্যাত্ব ঘোচানোর ওষুধ, এইডসসহ এ জাতীয় রোগের ওষুধের বিজ্ঞাপনে বাড়াবাড়ি বন্ধ না করলে কঠিন পদক্ষেপ নেয়া হবে। এসব বিজ্ঞাপনে কোনো তারকার অংশগ্রহণ থাকলে তাকেও সেই শাস্তির মুখে পড়তে হবে। খসড়া অনুসারে, প্রথমবার এ ধরনের অপরাধ করলে ১০ লাখ রুপি জরিমানা কিংবা দুবছরের কারাদণ্ড, অথবা উভয়দণ্ড হতে পারে। তবে ফের এই বাড়াবাড়ি করলে কারাদণ্ড হতে পারে পাঁচ বছর পর্যন্ত, অর্থদণ্ড হতে পারে ৫০ লাখ রুপি পর্যন্ত। এই খসড়া প্রস্তাবকে স্বাগত জানিয়েছে ভারতের অনেক ভোক্তা অধিকার সংগঠন। তারা বলছে, ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো বাজার ধরতে বিজ্ঞাপন প্রচারে যে রঙচঙ মাখায়, তা বন্ধ হলে ক্রেতা ঠকানোর প্রতিযোগিতাও কমতে পারে। Share this:FacebookX Related posts: চীনে নতুন করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৮০ একনজরে গ্র্যামি অ্যাওয়ার্ড পেলেন যারা সর্বসাধারণের জন্য উন্মুক্ত উহান ফ্রান্সের আইসিইউতে এই প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা হ্রাস করোনার চিকিৎসায় বিনামূল্যে ‘অ্যাভিগান’ দেবে জাপান করোনার সঙ্গে বেঁচে থাকাটাই এখন নিউ নর্মাল: টেড্রোস বিশ্বব্যাপী সুস্থ হয়ে ফিরলেন ৬৪ লক্ষাধিক বিশ্বে প্রথমবার একদিনে দুই লাখ করোনা রোগী শনাক্তের রেকর্ড সৌদির তেল রফতানি কমেছে ৬২ শতাংশ ভারতে করোনায় একদিনে ১২৪৭ জনের মৃত্যু ৬শ বাল্যবিয়ে বন্ধ করতে পেরেছে বাংলাদেশি এই কিশোরী গর্ভপাতকে বৈধতা দিয়ে ঐতিহাসিক আইন পাস হচ্ছে আর্জেন্টিনায় SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: ৫ বছরের জেল৫০ লাখ জরিমানাফর্সা করার ক্রিমবিজ্ঞাপন দিলে