রাজধানীতে বাস উল্টে পথচারীর মৃত্যু

প্রকাশিত: ১২:২৮ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২২

অনলাইন ডেস্ক : রাজধানীর বনানী কাকলি এলাকায় ইমাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে এক পথচারীর মৃত্যু হয়েছে।
বুধবার সকাল সোয়া ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রঞ্জু শেখ (৩৫) ঢাকায় একটি ভবনের সিকিউরিটি গার্ড হিসেবে চাকরি করতেন। তার বাড়ি রাজবাড়ীতে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া জানান, রঞ্জু শেখ পথচারী ছিলেন না কি বাসের ভেতরেই ছিলেন বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। তবে যতটুক জেনেছি তিনি পথচারী ছিলেন। রঞ্জু শেখের মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, যতটুক শুনেছি বাসটি বেপরোয়া গতিতে ছিল, হয়তো হার্ট ব্রেক করতে গিয়ে বাসটি উল্টে যায়। ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করা হলেও পালিয়েছেন চালক। বাসটিতে কতজন যাত্রী ছিলেন তা জানা সম্ভব হয়নি।