রাজধানীতে দুই বোনকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২১

অনলাইন ডেস্ক : রাজধানীর তেজগাঁওয়ে একটি বাসা থেকে দুই বোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহত একজনের স্বামী রনি মিয়াকে (৩০) আটক করা হয়েছে।
শনিবার বিকেল ৩টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার সমিতি বাজার এলাকার একটি বাসার শয়নকক্ষ থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।

প্রাথমিক ভাবে নিহত দুই বোনের বিস্তারিত নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) সুদর্শন বলেন, দুই বোনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে আমারা জানতে পেরেছি। নিহত দুই বোনের মধ্যে একজনের স্বামী রনিকে আটক করা হয়েছে। তিনি পেশায় একজন ভ্যানচালক।

তিনি বলেন, আটক রনিকে থানা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। মরদেহগুলোর সুরতহাল শেষে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। কী কারণে তাদের কুপিয়ে হত্যা করেছে তা এখনো জানা যায়নি।