দেশ ছেড়ে পালিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:২৫ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২২ আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে দেশ ছেড়ে পালিয়ে মালদ্বীপ গেছেন। মঙ্গলবার (১২ জুলাই) দিবাগত রাতে একটি সামরিক বিমানে তিনি দেশ ত্যাগ করেন শ্রীলঙ্কার অভিবাসন কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। এএফপির প্রতিবেদনে বলা হয়, ৭৩ বছর বয়সী গোতাবায়া, তার স্ত্রী ও এক দেহরক্ষীসহ চার যাত্রী নিয়ে সামরিক বিমান অ্যান্তোনভ-৩২ মঙ্গলবার মধ্য রাতে বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালদ্বীপের উদ্দেশে যাত্রা করে। এর আগে বিমানবন্দরে অভিবাসন কর্মকর্তাদের বাধার মুখে আকাশপথে দুবাই পালিয়ে যাওয়ার চেষ্টা ব্যর্থ হয়ে যাওয়ার পর সমুদ্রপথে দেশ ছাড়ার চেষ্টা করেন গোতাবায়া। মঙ্গলবার ভোরের দিকে বিমানবন্দরে একই ধরনের বাধার মুখে গোতাবায়া রাজাপক্ষের ছোট ভাই দেশটির সাবেক অর্থমন্ত্রীর বাসিল রাজাপক্ষের আমিরাত যাত্রাও পণ্ড হয়ে যায়। দুবাইয়ের উদ্দেশে একটি ফ্লাইটে ওঠার আগে বিমানবন্দরের কর্মীরা তাকে বাধা দেন; যে কারণে তিনিও দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেননি। তীব্র অর্থনৈতিক সংকটের মধ্যে চলা বিক্ষোভের দাবানল আছড়ে পড়েছে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে ও প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের বাসভবনে। গত শনিবার দেশটির শীর্ষ এই দুই নির্বাহীর বাসভবনের দখল নেন বিক্ষোভকারীরা, এখনও তারা সেখানেই অবস্থান করছেন। ১৯৪৮ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর সবচেয়ে মারাত্মক আর্থিক সংকট পার করছে শ্রীলঙ্কা। ২০২২ সালের মার্চ মাস থেকে অর্থনৈতিক সংকটের জেরে শ্রীলঙ্কার পরিস্থিতির চরম অবনতি ঘটে। প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগের দাবিতে সরব হয় গোটা দেশ। ভোগ্যপণ্যের আকাশচুম্বী দাম, জ্বালানির অস্বাভাবিক দাম বৃদ্ধি, বিদ্যুৎ বিভ্রাট, ওষুধের তীব্র সংকট এসবের জন্য প্রেসিডেন্ট গোতাবায়া ও তার ভাই সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষেকে দায়ী করে আসছেন আন্দোলনকারীরা। সূত্র, এনডিটিভি। Share this:FacebookX Related posts: অ্যামাজনকে এশিয়ার শীর্ষ ধনী মুকেশ আম্বানির চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর মেয়ে আটক নাকি গৃহবন্দি? ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৪ দিনে পাঁচগুণ আম্ফানের তাণ্ডবে ‘ধ্বংস হয়েছে’ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা দক্ষিণ সুদানে শান্তিরক্ষা মিশনে গেল নৌবাহিনীর ১৩৪ সদস্য মালয়েশিয়ায় দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ২ শপথ নিলেন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট ভারতে একদিনে করোনায় মারা গেল ২৭৬০ জন বাধ্যতামূলক মৃত্যুদণ্ড বাতিল হচ্ছে মালয়েশিয়ায় ইউক্রেন যুদ্ধে প্রায় ৩০০ শিশু নিহত সাইকেল উল্টে রাস্তায় পড়ে গেলেন বাইডেন ইথিওপিয়ায় জাতিগত সহিংসতায় মৃত অন্তত ২৬০ SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: দেশ ছেড়ে পালিয়েছেনশ্রীলঙ্কার প্রেসিডেন্ট