রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত ১

প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২০

অনলাইন ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আক্তার হোসেন সিকদার (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক ভোর ৬টার দিকে মৃত ঘোষণা করেন। তার বাড়ি কুমিল্লার মুক্তিনগর মাইনকারচর গ্রামে। দুই ছেলে ও পরিবার নিয়ে ধলপুর লিচু বাগান ৩৫/৪ নম্বর বাসায় থাকতেন। তার বাবা মৃত হয়রত আলী সিকদার।

নিহত আক্তারের ভাতিজা ইয়াসিন সুলতান রাকিব গণমাধ্যমকে বলেন, চাচা গোলাপবাগে যাতায়াত পরিবহনের বাস কাউন্টারের ম্যানেজার ছিল। আজ ফজরের নামাজের আগেই তিনি বাসা থেকে বের হন গোলাপবাগ যাওয়ার জন্য। এসময় বাসার অদূরেই ছিনতাইকারীরা তার বুকের বাম পাশে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা টাকা ভর্তি হাত ব্যাগ, মানিব্যাগ ও মোবাইল নিয়ে পালিয়ে যান।

তিনি আরও বলেন, পরে লোকজন তাকে পড়ে থাকতে দেখে বাসায় খবর দেয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার ব্যাগে কাউন্টারের আনুমানিক ২০ থেকে ৩০ হাজার টাকা ছিল বলে ধারণা আমার।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদশর্ক) মো. বাচ্চু মিয়া গণমাধ্যমকে বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এছাড়া ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

এ বিষয়ে যাত্রাবাড়ী থানার (ওসি) মাজহারুল ইসলাম বলেন, যে স্থানে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে, সেখানে আমরা অবস্থান করছি। ঘটনাটি ছিলতাই না-কি অন্যকিছু, তদন্তের পরে বলা যাবে। সিসি ক্যামেরাসহ অন্যান্য সব বিষয় নিয়ে পুলিশ তদন্ত করছে।