রাজধানীতে ভুয়া নিয়োগ চক্রের ৬ সদস্য গ্রেফতার

প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২০

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে ভুয়া নিয়োগ চক্রের ছয়জন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি সাইবার এন্ড স্পেশাল ক্রাইম বিভাগ।

বুধবার (৩০ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- জাকির হোসেন হাওলাদার (৪০), খাদিজা বেগম রিক্তা (২২), নার্গিস নাসরিন ওরফে নদী (৩৫), মোঃ গিয়াস উদ্দিন বেপারি (৩৪), জসীম উদ্দিন (৪১) ও সংকর চন্দ্র হাওলাদার (৩৫)।

এ সময় তাদের হেফাজত থেকে ভুয়া নিয়োগ পক্রিয়ায় ব্যবহৃত কম্পিউটারের একটি সিপিইউ, একটি কম্পিউটার মনিটর, একটি কালার প্রিন্টার, প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন মডেলের মোবাইল ফোন, একাধিক সিমকার্ড ও ভুয়া নিয়োগ পত্রসহ অসংখ্য নথিপত্র উদ্ধার করা হয়।