তালতলীতে ৫ ইউনিয়নেই আওয়ামী লীগ বিজয়ী

প্রকাশিত: ১২:৩৯ পূর্বাহ্ণ, জুন ১৬, ২০২২

অনলাইন ডেস্ক : বরগুনার তালতলীতে ৫ ইউনিয়নে ১৫ জুন ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সবকটিতেই আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান বিজয়ী হয়েছেন।
উপজেলার ১নং পচাকাড়ালিয়া ইউনিয়নে আঃ রাজ্জাক হাওলাদার আথলীগ, তার নিকটতম প্রতিদ্বন্ধি আথলীগ বিদ্রোহী খোকন হাওলাদার।

২নং ছোটবগী ইউনিয়নে তৌফিকউজজামান তনু আথলীগ, তার নিকটতম প্রতিদ্বন্ধি আথলীগ বিদ্রোহী আবুল হোসেন।

৩নং কড়ইবাড়ীয়া ইউনিয়নে ইব্রাহিম সিকদার পনু আথলীগ, তার নিকটতম প্রতিদ্বন্ধি আথলীগ বিদ্রোহী হাফিজুল হক সিকদার।

৫নং বড়বগী ইউনিয়নে আলমগীর মিয়া আলম মুন্সি আথলীগ, তার নিকটতম প্রতিদ্বন্ধি হাতপাখা প্রার্থী শাহাদাত হোসেন।

৬নং নিশানবাড়ীয়া ইউনিয়নে কামরুজ্জামান বাচ্চু আথলীগ, তার নিকটতম প্রতিদ্বন্ধি আথলীগ বিদ্রোহী দুলাল ফরাজী।