লালবাগে ছিনতাইকারী চক্রের ৩ সদস্য আটক

প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২০

অনলাইন ডেস্ক : রাজধানীর লালবাগ এলাকা থেকে ৩ ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।সোমবার র‌্যাব-১০ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান এ তথ্য জানান।

এর আগে রোববার রাত ১০টার দিকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, রাসেল (৩৮), দ্বীন ইসলাম (২৮) ও আমিনুল ইসলাম লিটন (৩৭)।

র‌্যাব-১০ এর কোম্পানি কমান্ডার জানান, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে- তারা সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্য। তারা রাজধানীর লালবাগ থানাসহ আশপাশের বিভিন্ন এলাকায় পথচারীদের টাকা-পয়সা ও মূল্যবান সম্পদ ছিনতাই করে থাকে। তাদের নিকট থেকে ৩টি স্টিলের ধারালো চাকু, ১২টি নতুন ব্লেড, ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে লালবাগ থানায় একটি মামলা করা হয়েছে।