কাশিয়ানীতে ছিনতাইকৃত টাকাসহ গ্রেফতার ৩ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২২ অনলাইন ডেস্ক : গোপালগঞ্জের কাশিয়ানীতে এক নারীর ৩ লাখ ১৬ হাজার টাকা ছিনতাই হওয়া ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে পুলিশ ছিনতাইকৃত ১ লাখ ১৭ হাজার টাকা ও ছিনতাই কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল উদ্ধার করে। মঙ্গলবার (১৫ মার্চ) ভোর রাতে কাশিয়ানী উপজেলার খায়েরহাট এলাকা থেকে তাদেরকে কাশিয়ানী থানা পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রামের বাবুল শেখের ছেলে তহিদুল ইসলাম তরু (২৫), মো. আওলাদ শিকদারের ছেলে ইব্রাহিম শিকদার (২২) ও ছরোয়ার শিকদারের ছেলে সুমন শিকদার (২০)। কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) সজীব কুমার মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। কাশিয়ানী থানা পুলিশের ওই কর্মকর্তা জানান, গত ১০ মার্চ (বৃহস্পতিবার) কাশিয়ানী উপজেলার পিঙ্গলিয়া গ্রামের সেনা সদস্য মো. গিয়াসউদ্দিন মোল্যার স্ত্রী সালমা খানম সোনালী ব্যাংক কাশিয়ানী শাখা থেকে ৩ লাখ ১৬ হাজার টাকা উত্তোলন করে বাড়িতে ফিরছিলেন। কাশিয়ানী ইউপির সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেনের বাড়ির কাছে পৌঁছালে মোটর সাইকেলযোগে ৩ যুবক এসে তার গতিরোধ করে। এ সময় ও যুবক ওই নারীর কাছে থাকা সব টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ঘটনার দু’দিন পর ১২ মার্চ সালমা বেগম বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে তাদেরকে শনাক্ত করে। মঙ্গলবার ভোর রাতে অভিযান চালিয়ে তাদেরকে নিজবাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ১ লাখ ১৭ হাজার টাকা ও ছিনতাই কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়। কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাসুদ রায়হান জানান, ‘গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। চক্রটি এলাকায় এরআগেও বেশ কয়েকটি ঘটনা ঘটিয়েছে বলেও প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে। Share this:FacebookX Related posts: ব্যাংকে চাকরি দেওয়ার নামে কোটি টাকা আত্মসাৎ গ্রেফতার ৩ সাভারে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩ গাজীপুরে রিভলবার-গুলিসহ গ্রেফতার ৩ লবণভর্তি ট্রাক থেকে ইয়াবাসহ গ্রেফতার ৩ গণধর্ষণের শিকার কিশোরী, গ্রেফতার ৩ নারী শ্রমিককে গণধর্ষণ: গ্রেফতার ৩ কোম্পানীগঞ্জে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত মহেশপুর সীমান্তে ১৮ অনুপ্রবেশকারী আটক তিতাস গ্যাস সংযোগে প্রতারণা, গ্রেপ্তার ৫ কিশোরগঞ্জে চোলাই মদসহ মাদক ব্যবসায়ী আটক গোপালগঞ্জে আন্তঃজেলা মটর সাইকেল চোর চক্রের তিন সদস্য গ্রেফতার ৫৬ কেজি গাঁজাসহ মাদক পাচারকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার SHARES Matched Content অপরাধ বিষয়: কাশিয়ানীতেগ্রেফতার ৩ছিনতাইকৃতটাকাসহ