ধর্ষণ ও অপহরণের অভিযোগে প্রেমিক গ্রেফতার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, জুন ১২, ২০২২ নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর জেলার রায়পুরে অপহরণের পর স্কুলছাত্রীকে (১৭) ধর্ষণের ঘটনায় প্রেমিক আনাছ আলী সুমনকে গ্রেফতার করা হয়েছে। তাকে খুলনা থেকে গ্রেফতার করে র্যাব । শনিবার (১১ জুন) রাত ১০টার দিকে ছাত্রীর মা বাদী হয়ে সুমনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রায়পুর থানায় মামলা দায়ের করেন। র্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক খন্দকার মো. শামীম হোসেন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকালে খুলনা জেলার রূপসা থানাধীন আইচগাতী ইউনিয়নের রাজাপুর গ্রামের একটি ভাড়া বাসা থেকে ভিকটিমকে উদ্ধার করা হয় ও সুমনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সুমন ওই এলাকার আলমগীর হোসেনের ছেলে। ন্দকার মো. শামীম হোসেন জানান, ভুক্তভোগী কিশোরী রায়পুর উপজেলার বাসিন্দা ও স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। তার সঙ্গে সুমনের মোবাইলের মাধ্যমে সম্পর্ক গড়ে ওঠে। গত ২৩ মে দুপুরে ওই কিশোরী বাড়ির পাশ থেকে সুমন তাকে অপহরণ করে। পরে সুমন তার এলাকা খুলনার রাজাপুর গ্রামে কিশোরীকে নিয়ে যায়। এরপর থেকে ইচ্ছের বিরুদ্ধে সুমন তাকে একাধিকবার ধর্ষণ করেন। এ দিকে অপহরণের পর ২৭ মে ছাত্রীর মা র্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পে লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে গোপন সংবাদ ও প্রযুক্তির সহায়তায় খুলনার আইচগাতী ইউনিয়নের রাজাপুর থেকে কিশোরীকে উদ্ধার ও সুমনকে গ্রেফতার করে। এতে নোয়াখালীর টিমকে খুলনার র্যাব-৬ সহযোগিতা করেছে। র্যাব-১১ এর অধিনায়ক খন্দকার মো. শামীম হোসেন বলেন, অপহরণ ও ধর্ষণের ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে সুমনের বিরুদ্ধে রায়পুর থানায় মামলা দায়ের করেছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আসামিকে রায়পুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। Share this:FacebookX Related posts: নোয়াখালীতে ১২ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত আশুগঞ্জে ২১ কেজি গাঁজা ও ১টি পিকআপসহ মাদক ব্যবসায়ী আটক পটিয়ায় ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক নবীনগরে পা কেটে উল্লাস আসামি ৮শ, গ্রেফতার ৪২ বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা নিহত পটিয়ায় ইয়াবা উদ্ধার॥ গ্রেফতার-২ চট্টগ্রামে চেয়ারম্যান আমজাদ হত্যা, ১০ জনের মৃত্যুদণ্ড সরাইলে নিষিদ্ধ সংগঠনের দুই সদস্য গ্রেপ্তার ধর্ষণের অভিযোগ স্বীকার করলেন হেফাজত নেতা জাকারিয়া ডাকাতির প্রস্তুতিকালে ৮ রোহিঙ্গা সন্ত্রাসী আটক সিরাপে নয়, বিষ খাইয়ে ২ সন্তানকে হত্যা, মা গ্রেফতার অস্ত্রসহ ২ ভুয়া র্যাব সদস্য আটক SHARES Matched Content অপরাধ বিষয়: ধর্ষণ ও অপহরণের অভিযোগেপ্রেমিক গ্রেফতার