সিরাপে নয়, বিষ খাইয়ে ২ সন্তানকে হত্যা, মা গ্রেফতার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২২ অনলাইন ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নাপা সিরাপ খেয়ে দুই শিশুর মৃত্যুর ঘটনাকে ‘পরিকল্পিত হত্যা’ উল্লেখ করে মামলা করেছেন শিশু দুটির বাবা ইট ভাটা শ্রমিক ইসমাইল হোসেন। এ ঘটনায় দুই শিশুর মা লিমা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান এ তথ্য জানান। দুপুরে জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন জানান, রাতে দুর্গাপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে ইয়াসিন (৭) ও মুরসালিনের (৫) মৃত্যুর ঘটনায় তাদের বাবা ইসমাইল হোসেন বাদি হয়ে হত্যা মামলাটি করেন। এ মামলায় রাতেই লিমাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পরকীয়ার কারণে মিষ্টির সঙ্গে বিষ মিশিয়ে ছেলে দু’টিকে হত্যা করার কথা স্বীকার করেছেন। অভিযোগ ওঠে, ‘নাপা সিরাপ খেয়ে’ ১০ মার্চ দিবাগত রাতে শিশু দুুটি মারা যায়। ওই সময় শিশুদের মা লিমা বেগম দাবি করেন, ‘দুদিন ধরে মোরসালিন খানের জ্বর হয়। এর আগে থেকে ইয়াসিন খানেরও জ্বর ছিল। ঘটনার দিন বিকেলে দুই শিশুর দাদি পাশের বাজারের মাঈন উদ্দিনের ফার্মেসি থেকে নাপা সিরাপ নিয়ে আসেন। দুই শিশুকে সিরাপ খাওয়ানোর পর তারা বমি করতে শুরু করে।’ ‘অবস্থার অবনতি হলে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের জেলা সদর হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দিলে পথে রাত ৯টার দিকে ইয়াসিনের মৃত্যু হয়। পরে রাত ১০টার দিকে মোরসালিনও মারা যায়।’ এ ঘটনায় ঔষধ প্রশাসন অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল কর্তৃপক্ষ পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করে। সেই সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ায় ‘নাপা সিরাপ’ বিক্রি না করার নির্দেশ দেয় জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি। পরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের যে ফার্মেসি থেকে নাপা সিরাপ কেনা হয়েছিল, সেখান থেকে জব্দ করা বাকি সিরাপ পরীক্ষায় মান সঠিক পাওয়া গেছে বলে জানায় ঔষধ প্রশাসন অধিদপ্তর। Share this:FacebookX Related posts: টেকনাফে ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আ’লীগ নেতা আটক মাকে পাঁচ টুকরো করে হত্যার রোমহর্ষক বর্ণনা দিলেন ঘাতক ছেলে ব্রাহ্মণবাড়িয়ায় অভিনব পদ্ধতিতে গাঁজা পাচার মামা-ভাগিনাসহ আটক-৩ লক্ষ্মীপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন যুবলীগ নেতাকে গুলি করে হত্যা গফরগাঁও’র চাঞ্চল্যকর ধর্ষণের পর নৃশংস হত্যা মামলার আসামি আটক তালতলীর গণধর্ষন মামলার আরেক আসামি গ্রেফতার মাদক ব্যবসায় বাধা দেয়ায় ট্রাক্টর চালককে কুপিয়ে হত্যা, গ্রেফতার ১ কোরআনে হাফেজকে পিটিয়ে হত্যা আটক ৬ হাটহাজারীতে চোলাইমদসহ দুইটি গাড়ী আটক রাজধানীতে চার শিশুকে যৌন নির্যাতন, গ্রেফতার ১ SHARES Matched Content অপরাধ বিষয়: ২ সন্তানকেবিষ খাইয়েমা গ্রেফতারসিরাপে নয়হত্যা