রোহিঙ্গা মাঝিকে গলা কেটে হত্যা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ণ, জুন ১০, ২০২২ অনলাইন ডেস্ক : কক্সবাজারের উখিয়ায় এক রোহিঙ্গা ব্লক মাঝিকে গলা কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ সময় আরও দু’জনকে কুপিয়েছে সন্ত্রাসীরা।বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বালুখালী ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আজিম উল্লাহ (৩৬) ১৮ ক্যাম্পের ব্লক-এল/১৬ এর বাসিন্দা কমল উদ্দিনের ছেলে। আহতরা হলেন- একই ক্যাম্পের ব্লক-এম/৯ এর মনি উল্লাহ ছৈয়দ করিম (৪৫) ও নবী হোসনের ছেলে রহিমুল্লাহ (৩৫)। ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কামরান হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। সন্ত্রাসীদেরকে গ্রেফতারে এপিবিএন পুলিশ অভিযান শুরু করেছে। বসবাসরত রোহিঙ্গারা জানান, পার্শ্ববর্তী ২০ নম্বর ক্যাম্প থেকে প্রায় ১৫/২০ জন দুষ্কৃতিকারী ১৮ নম্বর ক্যাম্পে অনুপ্রবেশ করে। ক্যাম্পের বি-ব্লকের দায়িত্বপ্রাপ্ত মাঝিরা ভলান্টিয়ারদের ডিউটি বন্টনের সময় অতর্কিত দেশিয় ধারালো অস্ত্র দিয়ে তাদের উপর হামলা চালায় ওই সন্ত্রাসী গ্রুপ। একপর্যায়ে ব্লক মাঝি আজিম উল্লাহকে কুপিয়ে ও জবাই করে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় আহতদেরকে এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আজিমুল্লাহকে মৃত ঘোষণা করেন। আহত অপর দু’জন চিকিৎসাধীন রয়েছেন। এপিবিএন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কামরান হোসেন জানান, গত বছরের অক্টোবর মাসে ক্যাম্প-১৮ তে সিক্স মার্ডার ঘটনার পর থেকে ৮ এপিবিএন সকল ক্যাম্পে দুষ্কৃতিকারীদের গ্রেফতারের লক্ষ্যে নিয়মিত ব্লক রেইড অভিযান পরিচালনা এবং রোহিঙ্গাদের দ্বারা স্বেচ্ছায় পাহারা পদ্ধতি চালু করা হয়। যার ফলে দুষ্কৃতকারীরা পার্শ্ববর্তী ক্যাম্পসহ বিভিন্ন ক্যাম্পে পালিয়ে থাকে। এমতাবস্থায় পুনরায় ক্যাম্পে তাদের আধিপত্য বিস্তার, আইনশৃঙ্খলা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ এবং স্বেচ্ছায় পাহারা পদ্ধতি অকার্যকর করার উদ্দেশ্যে বিভিন্ন ক্যাম্প থেকে এসে মাঝি ও ভলান্টিয়ারদের উপর অতর্কিত আক্রমণ করে সন্ত্রাসীরা। তিনি জানান, দুষ্কৃতিকারীদের গ্রেফতারের লক্ষ্যে ব্যাপক অভিযান ও ব্লক রেইড অভিযান অব্যাহত রয়েছে। থানা পুলিশের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। Share this:FacebookX Related posts: বইয়ের পাশাপাশি পোষাক ও টিফিনের জন্য শিক্ষার্থীদের ২ হাজার টাকা দেয়ার সিদান্ত রয়েছে পটিয়ায় এস. আলম বাস সার্ভিসের উদ্বোধন চকরিয়ায় কালভার্ট দখল করে মাছ চাষের অভিযোগ পটিয়ায় ছুরিকাঘাতে খুুুনের ঘটনায় গ্রেফতার-২ রাঙ্গামাটিতে দোল উৎসব উদযাপিত রামগড়ে বিষপানে যুবকের আত্নহত্যা ক্রসফায়ারের ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ, পাঁচ পুলিশের বিরুদ্ধে মামলা ব্রাহ্মণবাড়িয়ায় ভাই-বোন হত্যা, মামা আটক বসত বাড়িতে গাঁজার চাষ, আটক ১ লক্ষ্মীপুর পৌরসভার মেয়র তাহেরের ঈদবস্ত্র বিতরণ গুইমারায় ২৪ আর্টিলারী ব্রিগেডের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রি বিতরন খাগড়াছড়িতে রোজিনা ইসলামের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন SHARES Matched Content চট্টগ্রাম বিভাগ বিষয়: গলা কেটে হত্যারোহিঙ্গা মাঝিকে