কলকাতায় এলোপাতাড়ি গুলি চালিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা, নারী নিহত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ, জুন ১০, ২০২২ আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের আউট পোস্টে কর্মরত এক পুলিশ সদস্যের ছোড়া এলোপাতাড়ি গুলিতে এক নারী নিহত হয়েছেন। পরে ওই পুলিশ সদস্য আত্মহত্যা করেন। স্থানীয় সময় শুক্রবার দুপুরে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে এই ঘটনা ঘটে। পুরো ঘটনাটি মাত্র পাঁচ মিনিটে ঘটে বলে জানিয়েছেন বাবলু শেখ নামে এক প্রত্যক্ষদর্শী। ভারতের আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবারই ওই পুলিশ সদস্য বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের আউট পোস্টে কাজে যোগ দিয়েছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই পুলিশকর্মী মানসিক ভারসাম্য হারিয়ে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করেন। ১০ থেকে ১৫ রাউন্ড গুলি চালান তিনি। তার পর গলার কাছে গুলি করে নিজেকেও শেষ করেন। নিরাপত্তারক্ষীর ছোড়া গুলি গিয়ে লাগে এক নারীর শরীরে। তারও ঘটনাস্থলেই মৃত্যু হয়। স্থানীয়দের দাবি, ছোড়া গুলি গিয়ে লাগে এক বাইক চালকের পিঠে। বাইকের পিছনে থাকা এক নারীরও গুলি লাগে। তিনি ঘটনাস্থলে নিহত হন। স্থানীয় সূত্রে দাবি, ওই নারী কোনো অ্যাপের মাধ্যমে বাইকটি বুক করেছিলেন। এলাকায় দাঁড়িয়ে থাকা একটি গাড়ির গায়ে বেশ কয়েকটি গুলির চিহ্ন রয়েছে। শুক্রবার পার্ক সার্কাস মোড় ,যেখানে বাংলাদেশ ডেপুটি হাইকমিশন অবস্থিত, সেখানে একটি সংগঠনের জমায়েতে বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়েছিলেন। তার মধ্যে এই ঘটনা ঘটে বলে আনন্দবাজার জানিয়েছে। ঘটনাস্থলে পুলিশের শীর্ষ কর্মকর্তারা পৌঁছেছেন বলে এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে। Share this:FacebookX Related posts: কলকাতায় বিস্ফোরণে উড়ে গেল ক্লাবের ছাদ কলকাতায় বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিহত ২ শালীনতা লঙ্ঘনের দায়ে সৌদিতে দুই শতাধিক গ্রেফতার টেক্সাসে গির্জায় গোলাগুলি, ৩ জনের মৃত্যু আরব বিশ্বে সর্বপ্রথম পরমাণু চুল্লি তৈরির লাইসেন্স দিল আমিরাত করোনাভাইরাসে মৃত্যুর মিছিলে সংখ্যা বেড়ে ২১২০ আফগানিস্তানে গাড়ি বোমা হামলা, নিহত ১৭ লিবিয়ার উপকূলে নৌকা ডুবিতে ১৫ জনের মৃত্যু দিল্লিতে করোনা টিকায় পার্শ্বপ্রতিক্রিয়া পাসপোর্ট সূচকে ১০০তম স্থানে বাংলাদেশ শ্রীলঙ্কায় সহিংসতাকারীদের দেখামাত্র গুলির নির্দেশ চীনে ১১৩ যাত্রী বহন করা বিমানে ভয়াবহ আগুন SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: আত্মহত্যাএলোপাতাড়ি গুলি চালিয়েকলকাতায়নারী নিহতপুলিশ সদস্যের