লিবিয়ার উপকূলে নৌকা ডুবিতে ১৫ জনের মৃত্যু দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২০ আন্তর্জাতিক ডেস্ক লিবিয়ার উপকূলে অভিবাসন প্রত্যাশীবাহী একটি নৌকা ডুবির ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এই প্রসঙ্গে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি জানায়, বৃহস্পতিবার (২২ অক্টোবর) জাতিসংঘের অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংস্থার (আইওএম) লিবিয়া প্রধান ফেদারিকো সোদা টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, মাছশিকারিদের সহযোগিতায় জীবিত উদ্ধার হওয়া পাঁচ জনের ভাষ্য অনুযায়ী, বুধবার (২১ অক্টোবর) লিবিয়ার সাব্রাথা উপকূলে অভিবাসন প্রত্যাশীদের নৌকা ডুবিতে কমপক্ষে ১৫ জন প্রাণ হারিয়েছে। আইওএমের লিবিয়া শাখার প্রধান আরও বলেন, গত রাতে কোস্ট গার্ড আরও ৭০ জনের বেশি অভিবাসন প্রত্যাশীকে আটকিয়ে লিবিয়ায় ফেরত পাঠিয়েছে। বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা স্বৈরশাসক মোয়াম্মার গাদ্দাফি ন্যাটো সমর্থিত আন্দোলনে ২০১১ সালে ক্ষমতাচ্যুত ও নিহত হওয়ার পর থেকে লিবিয়ায় সহিংসতা লেগেই রয়েছে। এতে দেশটি ধ্বংসের একেবারে দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। ভূমধ্যসাগর হয়ে চরম ঝুঁকি নিয়ে ইউরোপের কোনো দেশে চলে যাওয়ার চেষ্টা চালানো অভিবাসন প্রত্যাশীদের কাছে উত্তর আফ্রিকার দেশ লিবিয়া একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে। আইওএমের তথ্য অনুযায়ী, লিবিয়ার কোস্ট গার্ডরা চলতি বছরের এ পর্যন্ত প্রায় ১০ হাজার অভিবাসন প্রত্যাশীকে সাগরে আটকে রেখে লিবিয়ায় ফেরত পাঠিয়েছে। Share this:FacebookX Related posts: যুক্তরাষ্ট্রজুড়ে ভয়াবহ দাবানল, অন্তত ৩০ জনের মৃত্যু নাইজেরিয়ায় বিক্ষোভে গুলি, ২০ জনের মৃত্যু রাশিয়ায় বৃদ্ধাশ্রমে আগুন, ১১ জনের মৃত্যু নিউ ইয়ারের উৎসবে ১১ জনের মৃত্যু পাকিস্তানে গার্মেন্টস ট্র্যাজেডি: ২ জনের মৃত্যুদণ্ড, খালাস নেতারা করোনায় আরও ২৩ জনের মৃত্যু, শনাক্ত ১১২৫ এক সপ্তাহের ব্যবধানে ইউরোপে মৃত্যু বেড়েছে ৪০ শতাংশ করোনায় আজ ৩১ জনের মৃত্যু যুক্তরাষ্ট্রে করোনায় প্রতি হাজারে একজনের মৃত্যু যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি সংখ্যক হত্যাকারীর মৃত্যু ভারতে হাসপাতালে আগুন, ১০ নবজাতকের মৃত্যু দেশে করোনায় আরও ১০ জনের মৃত্যু, শনাক্ত ৩৮৮ SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: জনেরডুবিতে ১৫মৃত্যুলিবিয়ার উপকূলে নৌকা