যুদ্ধে ইউক্রেন প্রতিদিন ২০০ জন পর্যন্ত সেনা হারাচ্ছে: জেলেনস্কির উপদেষ্টা

প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, জুন ১০, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধের ময়দানে ইউক্রেন প্রতিদিন ১০০-২০০ সৈন্য হারাচ্ছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির একজন জ্যেষ্ঠ সহযোগী।
বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পদোলিয়াক এ তথ্য জানান। খবর বিবিসির।

জেলেনস্কির এই ঘনিষ্ঠ সহযোগী বলেন, দোনবাস অঞ্চলে রাশিয়ার সঙ্গে লেভেল প্লেয়িং ফিল্ড করতে ইউক্রেনের শত শত পশ্চিমা আর্টিলারি ব্যবস্থা প্রয়োজন। এ মুহূর্তে কিয়েভ মস্কোর সঙ্গে শান্তি আলোচনায় বসতে রাজি না বলেও মন্তব্য করেন তিনি।

মিখাইলো পদোলিয়াক বলেন, রাশিয়া দোনবাসের দখল নিতে মরিয়া। এ কারণে তারা ইউক্রেনীয় সেনাদের ওপর নির্বিচারে বোমাবর্ষণ করছে। অঞ্চলটিতে রুশ সেনারা সব ধরনের অপরমাণু অস্ত্র- ভারি আর্টিলারি, মাল্টিপল রকেটলঞ্চার সিস্টেমস এবং বিমান হামলা চালাচ্ছে।

পশ্চিমা দেশগুলোর কাছে আরও অস্ত্র দেওয়ার অনুরোধ পুনর্ব্যক্ত করে তিনি বলেন, আমাদের এতো বেশি সেনা নিহত হওয়ার কারণ, ইউক্রেন-রুশ সেনাদের মধ্যে সম্পূর্ণ বৈসাদৃশ্য।