আরব বিশ্বে সর্বপ্রথম পরমাণু চুল্লি তৈরির লাইসেন্স দিল আমিরাত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:০১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২০ আন্তর্জাতিক ডেস্ক : আরব বিশ্বের মধ্যে সংযুক্ত আরব আমিরাতই সর্বপ্রথম পরমাণু চুল্লি তৈরি করার জন্য বিদেশি বিশেষজ্ঞদেরকে লাইসেন্স ইস্যু করেছে। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির পশ্চিমে পারস্য উপসাগরের উপকূলে অবস্থিত বারাকাহ পরমাণু স্থাপনায় এই চুল্লি নির্মাণ করা হবে। তবে নানা কারণে এবং নিরাপত্তার দিক বিবেচনা করে চুল্লি নির্মাণের কাজ শুরু করতে দেরি হয়েছে। দেশটির জাতীয় পরমাণু নিয়ন্ত্রক সংস্থা এখন চুল্লি নির্মাণের ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থায় (আইএইএ) নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধি হামাদ আল-কাবি সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, দেশটি চারটি পরমাণু চুল্লি নির্মাণ করবে। তবে প্রাথমিকভাবে একটির নির্মাণ কাজ শুরু হবে। গত মাসে আমিরাতের সরকারি কর্মকর্তারা জানিয়েছিলেন, ওই পরমাণু স্থাপনা আগামী কয়েক মাসের মধ্যে চালু হবে। পরমাণু স্থাপনা চালুর ব্যাপারে কোনও নির্দিষ্ট সময়সূচি উল্লেখ করেননি হামাদ আল-কাবি। সংযুক্ত আরব আমিরাতের এ পরমাণু স্থাপনা নির্মাণ করছে দক্ষিণ কোরিয়ার একটি জ্বালানি করপোরেশন। পরমাণু স্থাপনাটি নির্মাণে ২ হাজার ৪৪০ কোটি ডলার খরচ হচ্ছে। সংযুক্ত আরব আমিরাত বলছে, চারটি পরমাণু চুল্লি চালু হলে ৫ হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে; যা দেশটির জাতীয় চাহিদার শতকরা ২৫ ভাগ। পার্সট্যুডে। Share this:FacebookX Related posts: মধ্যপ্রাচ্যে প্রথম পরমাণু স্থাপনা চালু করল আমিরাত আমিরাত-বাহরাইন-ইসরায়েল চুক্তি ‘মধ্যপ্রাচ্যের নতুন ভোর’ চীনা ভ্যাকসিন ৮৬% কার্যকর : আমিরাত কাতারের পর তুরস্কের সঙ্গে বিরোধ মেটাতে চায় আমিরাত প্রথমবারের মতো বিদেশীদের নাগরিকত্ব দেবে সংযুক্ত আরব আমিরাত চীনে নতুন করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৮০ একনজরে গ্র্যামি অ্যাওয়ার্ড পেলেন যারা সর্বসাধারণের জন্য উন্মুক্ত উহান করোনার সঙ্গে বেঁচে থাকাটাই এখন নিউ নর্মাল: টেড্রোস সৌদির তেল রফতানি কমেছে ৬২ শতাংশ ভারতে করোনায় একদিনে ১২৪৭ জনের মৃত্যু গর্ভপাতকে বৈধতা দিয়ে ঐতিহাসিক আইন পাস হচ্ছে আর্জেন্টিনায় SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: আমিরাতআরব বিশ্বেপরমাণু চুল্লি তৈরির লাইসেন্স দিলসর্বপ্রথম