কলকাতায় বিস্ফোরণে উড়ে গেল ক্লাবের ছাদ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২০ আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার বেলঘাঁটা গান্ধী ময়দান এলাকায় একটি ক্লাবে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে ভবনের ছাদ উড়ে গেছে। মঙ্গলবার সকালের এ ঘটনায় ওই এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। তবে বিস্ফোরণে কোনও হতাহত হয়েছে কিনা তা প্রাথমিকভাবে জানা যায়নি। পশ্চিমবঙ্গের বাংলা দৈনিক আনন্দবাজার বলছে, কলকাতার বেলঘাঁটায় মঙ্গলবার সকালের দিকে তীব্র বিস্ফোরণে একটি ক্লাব ঘরের ছাদ উড়ে গেছে। বেলঘাঁটা গান্ধী ময়দানের কাছে দ্বিতল একটি ক্লাবে এই বিস্ফোরণ ঘটেছে। ক্লাবটিতে বিস্ফোরক রাখা ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। স্থানীয় এক বাসিন্দা বলেন, সকাল ৭টার দিকে তীব্র আওয়াজ শুনতে পান তিনি। তার মতো এলাকার অনেকেই সেই আওয়াজ শুনে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। তারা ক্লাব ঘরের কাছে গিয়ে দেখতে পান, বিস্ফোরণে ক্লাবের দোতলার একটি ঘরের ছাদের একাংশ উড়ে গেছে। দেয়ালের একাংশ ভেঙে গিয়েছে। ভেতরে দেয়ালে প্রবল তাপে পুড়ে যাওয়ার মতো কালো দাগ। খবর পেয়ে বেলঘাঁটা থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। বিস্ফোরণস্থল ঘিরে রেখেছে পুলিশ। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ এবং বোম্ব ডিজপোজাল স্কোয়াডের সদস্যরা ঘটনাস্থলে যাচ্ছেন। বিস্ফোরণের ঘটনার পর ওই ক্লাবের সঙ্গে যুক্ত কয়েকজন দাবি করেন, দোতলার ওই ঘরে গ্যাস সিলিন্ডার রাখা ছিল। সেই সিলিন্ডার বিস্ফোরিত হয়ে থাকতে পারে। তবে স্থানীয় বাসিন্দাদের অনেকেই নাম প্রকাশ না করার শর্তে বলেন, ক্লাবটি ‘রাজু নস্করের ক্লাব’ বলে পরিচিত। রাজু নস্কর ওই এলাকার তৃণমূল নেতা। চাঁদাবাজি, বোমাবাজি, গুলি চালানোর মতো অপরাধে এর আগে বেশ কয়েকবার গ্রেফতার হওয়া রাজু নস্কর এলাকায় ‘বাহুবলী’ হিসাবে পরিচিত। Share this:FacebookX Related posts: কলকাতায় বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিহত ২ কয়েক দফা বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল মেয়ে পরিচয়ে তরুণের সঙ্গে প্রেম তরুণের, অতঃপর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ২ যুদ্ধের বিশাল প্রস্তুতি ইরানের, আতঙ্কে যুক্তরাষ্ট্র! খোদ যুক্তরাষ্ট্রেই এই অবস্থা! করোনা মুক্তিতে ব্যাপক কাজ করছে কিউবার ওষুধ ‘আলফা টু-বি’ কুয়েতে বাংলাদেশি মা-মেয়ে খুন সুস্থতার সংখ্যা এক কোটি ৭২ লাখ ছাড়াল কৃষকদের গণবিক্ষোভের মুখে পিছু হটছে মোদি সরকার অ্যালার্জি থাকলে নেওয়া যাবে না করোনার ভ্যাকসিন ট্যাক্সের অর্থ আমেরিকানদের পেছনেই খরচ করতে চান বাইডেন SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: উড়েকলকাতায়ক্লাবেরগেলছাদবিস্ফোরণে