‘ম্যাংগো স্পেশাল ট্রেন’ চালু হবে ১৩ জুন

প্রকাশিত: ১০:৩৪ অপরাহ্ণ, জুন ৯, ২০২২

অনলাইন ডেস্ক : অবশেষে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর স্টেশন থেকে আগামী সোমবার (১৩ জুন) থেকে ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’ চালুর ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
বুধবার দুপুর ১টার দিকে রাজশাহী রেলওয়ের (পশ্চিম) মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার এ তথ্য জানান।

তিনি বলেন, রেলওয়ের পক্ষ থেকে আম ব্যবসায়ীদের সঙ্গে আমরা বৈঠক করেছিলাম। তারা আমাদের জুন মাসের প্রথম সপ্তাহে ম্যাংগো ট্রেনটি চালু করার জন্য বলেছিলেন। আমরাও মন্ত্রণালয়ে এমনটিই প্রস্তাব করেছিলাম। কিন্তু কিছু কাজ বাকি থাকায় ট্রেনটি চালু করা সম্ভব হয়নি। তবে আগামী ১৩ জুন থেকে ম্যাংগো স্পেশাল ট্রেনটি চলাচল করবে।

তিনি আরও বলেন, অন্যান্য বারের মতো আনুষ্ঠানিক ভাবে চালু করা হবে কি না তা পরে জানানো হবে। তবে ট্রেনটি ১৩ জুন থেকেই চালু হবে। এ জন্য সব প্রস্তুতি এরই মধ্যেই সম্পন্ন করা হয়েছে।

রেল বিভাগের তথ্য মতে, চাঁপাইনবাবগঞ্জ থেকে ২০২০ সালের ০৫ জুন আনুষ্ঠানিকভাবে প্রথম ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। যা জেলার প্রথম স্টেশন রহনপুরসহ চাঁপাইনবাবগঞ্জ জেলার তিনটি স্টেশন এবং রাজশাহীসহ অন্তত চারটি জেলার আম ও সবজি পরিবহনে ভূমিকা রাখে। একই বছরের ২১ জুলাই পর্যন্ত চলা ম্যাংগো ট্রেনে আম পরিবহন হয় এক লাখ ৬৭ হাজার ৮২ কেজি। আর রাজস্ব আয় হয় দুই লাখ ১১ হাজার ৪৫৮ টাকা।

দ্বিতীয়বারের মতো ২০২১ সালের ২৭ মে আনুষ্ঠানিক ভাবে ট্রেনটি চালু করা হয়। ট্রেনটি ১৬ জুলাই পর্যন্ত আম পরিবহন করে। সে বছর আম পরিবহন করা হয় দুই লাখ ৩৬ হাজার ৯৭৩ কেজি। রাজস্ব আদায় হয় ১৩ লাখ ৪৪ হাজার ৯২০ টাকা।