চাঁপাইনবাবগঞ্জে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২০ ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ৬নং রাণীহাটি ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন উপলক্ষে সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে ইউনিয়ন পরিষদের হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব বিপিএম পিপিএম (বার)। সদর মডেল থানার আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৬নং রাণীহাটি ইউনিয়ন চেয়ারম্যান রামচন্দ্রপুর হাটের বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মহসীন আলী, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান পিপিএম, সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোজাফফর হোসেন ও বিট অফিসার এসআই আমির সোহেল। সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক নূরুল হক তাঁর বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের খাদ্য নিশ্চিত করতে বলেছিলেন বাংলাদেশে একটি মানুষও যেন না খেয়ে থাকে, একটি মানুষও যেন গৃহহীন না থাকে, কেউ যেন অধিকার বঞ্চিত না হয়। জেলা প্রশাসক আরও বলেন, করোনা পরিস্থিতিতে সরকারি নির্দেশনায় জেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ বিভিন্নস্থানে ত্রাণ বিতরণ করেছেন। সেখানে আমাদের সহযোগীতা করেন পুলিশ। সকলের প্রচেষ্টায় আমরা এভাবেই কাজ করে যাব। পুলিশ সুপার আবদুর রকিব বলেন, বিট পুলিশিং এর মাধ্যমে এলাকার মানুষ উপকৃত হবে। পরিষদে একজন এসআই দায়িত্বে থাকবে। তিনি আরও বলেন, আপনাদের এলাকায় মাদকের কারবার, চোরাচালান বা যে কোন অপরাধ হলে কেন্দ্রে নিয়োজিত অফিসারকে জানাবেন। সেটা না পারলে সরাসরি আমাকে জানাবেন। মোবাইল, ফেসবুক যে কোন মাধ্যমে আমাকে জানাবেন। অথবা ওসিকে জানাবেন। পুলিশ সুপার বলেন, রামচন্দ্রপুর হাট ও আশপাশের এলাকায় বোমাবাজি, সন্ত্রাসী কর্মকান্ড কঠোর হস্তে দমন করব। আপনাদের সহযোগীতায় পুলিশ সবসময় আপনাদের পাশেই আছে। চেয়ারম্যান আলহাজ্ব মহসীন আলী তাঁর বক্তব্যে বলেন, আমি দায়িত্ব নেবার পর এলাকার উন্নয়নে সর্বাত্মক কাজ করে যাচ্ছি। মাননীয় পুলিশ সুপারকে অনুরোধ করব আমার এলাকার দিকে যেন বিশেষ নজর রাখেন। ককটেল, বোমা, সন্ত্রাসী কর্মকান্ড একেবারে বন্ধ করতে আপনার সহযোগীতা কামনা করছি। সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোজাফফর হোসেন তাঁর বক্তব্যে বলেন, বিট পুলিশিং হচ্ছে সেবা দেয়া। অতি দ্রুত সময়ে মানুষের দৌড় গোড়ায় সেবা দিতেই বিট পুলিশিং। চাঁপাইনবাবগঞ্জে আমার যোগদান করা এক মাস হলো। আমি আপনাদের জানিয়ে দিতে চাই, সদর মডেল থানা দালাল মুক্ত রাখব, সেবা দিতে পুলিশের দরজা আপনাদের জন্য সবসময় খোলা থাকবে। ওসি মোজাফফর আরও বলেন, প্রতিটি ইউনিয়ন পরিষদে বিট অফিসার হিসেবে একজন এসআই দায়িত্বে থাকবে। মানুষের খুব কাছাকাছি থেকে এলাকায় সন্ত্রাস দমন, মাদক দমন, অপরাধ দমনে কাজ করবে পুলিশ। একজন এসআই, সহকারী এসআই ও কিছু কনস্টেবল এসব বিটে থাকবে। এর আগে অতিথিবৃন্দ ফিতা কেটে ১১ নং বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন করেন। শেষে মোনাজাত করা হয়। সভায় পরিষদের অন্যান্য সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। Share this:FacebookX Related posts: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ধর্ষণের মামলায় যুবক গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণ করে হত্যা মামলার আসামি বন্ধুকযুদ্ধে নিহত চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক মাতৃদিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে মাস্কের দাম বেশি নেয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে করোনা প্রতিরোধে কঠোর অবস্থানে সেনাবাহিনী চাঁপাইনবাবগঞ্জে ২২৬ বস্তা সরকারি চাল মজুদের দায়ে আটক-৭ চাঁপাইনবাবগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের দূর্গাপূজার আগমনী বার্তা, করোনা’র কারনে বাড়তি সতর্কতা চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ১২০ পিস ইয়াবাসহ চাঁন ও কিরন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে সূর্যোদয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে রুপালী এনজিওর মালিক উজ্জল কোটি টাকা নিয়ে উধাও চাঁপাইনবাবগঞ্জে মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন SHARES Matched Content দেশের খবর বিষয়: চাঁপাইনবাবগঞ্জেবিট পুলিশিং কার্যালয় উদ্বোধন