ভ্যানগাড়িতে বিদ্যুতের তার ছিড়ে পরে চালকসহ দুই জনের মৃত্যু

প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ, মে ২১, ২০২২

অনলাইন ডেস্ক : ময়মনসিংহে চলন্ত ভ্যানে বিদ্যুতের তার ছিড়ে পরে চালকসহ দুই জনের মৃত্যু হয়েছে। শনিবার (২১ মে) সকাল ৭ টার দিকে মহানগরীর ৩২ নম্বর ওয়ার্ডের চাইনামোড় এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদরের চর ঈশ্বরদিয়া এলাকার হারুনুর রশিদের ছেলে ভ্যানচালক মিন্টু (৩৬) ও চর নিলক্ষীয়া এলাকার মৃত আইন উদ্দিনের ছেলে শহিদ (৪৭)। ময়মনসিংহ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, রিকশা ভ্যান গাড়ি চালক একজন যাত্রী নিয়ে চাইনামোড় এলাকা দিয়ে যাচ্ছিলেন। ওই সময় বিদ্যুতের তার ছিড়ে পরে ভ্যানগাড়ি উল্টে গিয়ে মিন্টু মিয়া তারে জড়িয়ে পরে ছটফট করতে থাকে। এসময় অন্য একজন ভ্যান চালক মিন্টুকে বাঁচাতে গিয়ে সে নিজেও বিদ্যুতের তারে জড়িয়ে যায় এবং ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।

পরে স্থানীয়রা ফায়ার স্টেশনে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।