হালুয়াঘাট কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড’র এসএমই ঋণ বিতরণ

প্রকাশিত: ১২:৩৭ অপরাহ্ণ, মে ১৭, ২০২২

জোটন চন্দ্র ঘোষ,হালুয়াঘাট : “মুজিব বর্ষে বিআরডিবি’র অঙ্গীকার স্বনির্ভর সমৃদ্ধ পল্লী গড়ার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড (বিআরডিবি) এর ৩য় পর্যায়ে ১০ জন সদস্যের মাঝে ৪% সুদে ২ বছর মেয়াদী ১৪ লক্ষ টাকা এসএমই প্রণোদনা ঋণ বিতরণ হয়েছে।

সোমবার(১৭মে) দুপুরে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড এর কনফারেন্স হল রুমে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড (বিআরডিবি) এর সভাপতি এডভোকেট সাজ্জাদুল হক সাজ্জাদ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঋণ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহেল রানা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ আব্দুর রশিদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ তারেক আহমেদ প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড এর মহাসচিব মোঃ এনামুল হক। এ ছাড়াও উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড এর উপকারভোগী পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।

বক্তাগণ বক্তব্যে বলেন, সমবায়ের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষকদের ভাগ্য উন্নয়নে বিনামূল্যে ডিপ মেশিনসহ সার, বীজ প্রদান করতেন। আর্থ-সামাজিক ভাবে মানুষকে কিভাবে উন্নয়ন করা যায় সেই লক্ষ্যেই বিআরডিবি প্রতিষ্ঠা করা হয়। সেই হিসেবে হালুয়াঘাটে বিআরডিবির প্রায় তিনশত সমিতি রয়েছে। এই সমিতির মাধ্যমে মানুষের আমুল পরিবর্তন হয়েছে। প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করেন।