হালুয়াঘাট কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড’র নবনির্বাচিত সদস্যদের ১ম সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২১
হালুয়াঘাট কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড’র নবনির্বাচিত সদস্যদের সভা অনুষ্ঠিত

জোটন চন্দ্র ঘোষ,হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড’র নবনির্বাচিত সদস্যদের ১ম সভা (৩০ নভেম্বর) মঙ্গলবার দুপুরে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড এর কনফারেন্স হল রুমে হালুয়াঘাট উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড (বিআরডিবি) এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড এর ৩য় বার নবনির্বাচিত সভাপতি এডভোকেট সাজ্জাদুল হক সাজ্জাদ এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলার বিআরডিবির উপ-পরিচালক জাহিদুল ইসলাম, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড (বিআরডিবি) এর সদস্য সচিব মোহাম্মদ এনামূল হক। এসময় উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড এর সদস্যগণ উপস্থিত ছিলেন। বক্তাগণ বক্তব্যে প্রতিষ্ঠানটির সফলতা ও সমবৃদ্ধি কামনা করেন।

হালুয়াঘাট উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড এর ত্রি-বার্ষিক নির্বাচন গত ২৫ নভেম্বার ঘোষিত তফসিল অনুযায়ী অনুষ্ঠিত হয়েছে। উক্ত নির্বাচনে সভাপতি পদে এডভোকেট সাজ্জাদুল হক সাজ্জাদ (চেয়ার) প্রতীক, সহ-সভাপতি পদে আবুল কাসেম খান (বই) প্রতীক , সদস্য পদে হাজ্বী আহম্মদ আলী (জগ) প্রতীক, বানী চিছাম (বালতি) প্রতীক, মোঃ আব্দুর রহমান (বাইসাইকেল) প্রতীক, আনোয়ারুল ইসলাম (কাঁঠাল) প্রতীক, বাবুল তালুকদার (দোয়াত কলম) প্রতীককে বিনাপ্রতিদ্বন্ধিতায় বিজয়ী হয়। নির্বাচন কমিশনার মোঃ কামরুল হুদা জানান, হালুয়াঘাট উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড এর ত্রি-বার্ষিক নির্বাচনে ঘোষিত তফসীল অনুযায়ী ৭টি পদের বিপরিতে ৭জন প্রার্থী মনোনয়ন পত্র ক্রয় করে ছিলেন। ২৫ নভেম্বার নির্বাচন অনুষ্ঠিত হয়। সকল পদের বিপরিতে প্রতিধন্ধি কোন প্রার্থী না থাকায় বিনাপ্রতিধন্ধিতায় সমবায় সমিতি বিধিমালা ২০৪ এর ৩২(১) মোতাবেক সকলকে নির্বাচিত ঘোষণা করা হয়।