বেপারীপাড়া বাইতুল মাওয়া জামে মসজিদের কমিটি গঠন

প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, মে ১৩, ২০২২
বেপারীপাড়া বাইতুল মাওয়া জামে মসজিদের সভাপতি ফজলুল হক,সম্পাদক ফেরদৌস আলম

হালুয়াঘাট(ময়মনসিংহ)প্রতিনিধি ঃ ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার পৌর শহরের ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান বেপারীপাড়া বাইতুল মাওয়া জামে মসজিদের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষনা করা হয়েছে।

শুক্রবার (১৩ মে) বাদজুম্মা বেপারীপাড়া বাইতুল মাওয়া জামে মসজিদের সকল সদস্য ও মুসল্লিদের উপস্থিতিতে কন্ঠ ভোটে হাত তোলে সমর্থন দিয়ে মোঃ ফজলুল হককে সভাপতি ও মোঃ ফেরদৌস আলম কে সাধারণ সম্পাদক ঘোষনা করেন।

বেপারীপাড়া বাইতুল মাওয়া জামে মসজিদের সভাপতি মোঃ ফজলুল হক বলেন, আগামী ৭ দিনের মধ্যে প্রতিষ্ঠানটির ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। উক্ত কমিটি আগামী তিন বছর দ্বায়িত্ব পালন করবেন।

প্রতিষ্ঠনটির সাধারণ সম্পাদক মোঃ ফেরদৌস আলম বলেন, প্রতিষ্ঠানটির উন্নয়নে আমরা সকলকে নিয়ে কাজ করে যাব। উন্নয়নের স্বার্থে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।