গৌরীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫৭ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ১২:৪৩ পূর্বাহ্ণ, আগস্ট ৩০, ২০২০

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবিদুর রহমানের নেতৃত্বে বৃহস্পতিবার পরিচালিত ভ্রাম্যমাণ আদালত নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেন। ৬জন ব্যবসায়ীকে ৫৭ হাজার টাকা অর্থদন্ড করেন।

ভ্রাম্যমান আদালত এ সময় গৌরীপুর শহরের বিভিন্ন দোকানে শিশুপণ্য চকলেট, বিষাক্ত কেমিকেল দিয়ে তৈরি তরল পানীয়, বিভিন্ন চকলেট, খোলা ময়লাযুক্ত অনুমোদনবিহীন তেল, মেয়াদ উর্ত্তীণ তরল পানীয়, নিষিদ্ধ পলিথিনসহ বিভিন্ন পন্যের সন্ধান পায়। ভ্রাম্যমান আদালত ভেজাল ও বিষাক্ত পণ্য রাখার দায়ে মধ্যবাজারের মনোহারী ব্যবসায়ী মোঃ দুলাল মিয়াকে ৪৭হাজার টাকা, মোঃ বাদশা মিয়াকে ২হাজার টাকা, মোঃ সুজন মিয়াকে ১হাজার টাকা, প্রদীপকে ৩হাজার টাকা, মোঃ রোকন মিয়াকে ২হাজার টাকা ও মোঃ সুমন মিয়াকে ২হাজার টাকা অর্থদন্ডের আদেশ দেন।

তামাকপণ্যের অবৈধ বিজ্ঞাপন প্রচার করায় দায়ে সুমন মিয়াকে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইনে এ ২হাজার টাকা জরিমান ধার্য্য করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবিদুর রহমান জানান, জনসমক্ষে জব্দকৃত পণ্য পুড়িয়ে ও তেল ড্রেনে ফেলে ধ্বংস করে দেয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারী ইন্সপেক্টর ও ভারপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক গৌতম কুমার সেন, গৌরীপুর পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর ও ভারপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম, গৌরীপুর থানার সাব ইন্সপেক্টর মোঃ উজ্জল মিয়া প্রমুখ।