ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দম্পতিসহ নিহত-৩,আহত-২

প্রকাশিত: ৯:৫৯ অপরাহ্ণ, জুন ৩, ২০২০

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি ; ময়মনসিংহের ভালুকায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক দম্পতিসহ ৩ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। দুর্ঘটনা দুটি ঘটেছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভরাডোবা ক্লাবের বাজার ও হবিরবাড়ী ইউনিয়নের সিডষ্টোর বাজার এলাকায়।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নালিতাবাড়ী থেকে ছেড়ে আসা একটি পিকআপ বুধবার ভোর রাতে ভরাডোবা ক্লাবের বাজার এলাকায় পৌঁছলে পেছন থেকে আসা একটি অজ্ঞাতনামা গাড়ি পিকআপের পিছনে ধাক্কা দিলে পিকআপে থাকা যাত্রীরা মহাসড়কে ছিটকে পড়ে। ওই সময় অন্য একটি অজ্ঞাত গাড়ি ছিটকে পড়া যাত্রী কুলেছা খাতুন (৪২) কে চাপা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের কর্মীরা আক্কাছ আলী (৪৮), জসিম উদ্দিন (২৫) ও বৃষ্টি (১৮) কে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে আসলে চিকিৎসক আক্কাছ আলীকে মৃত ঘোষণা করেন।

গুরত্বর আহত জসিম উদ্দিন ও বৃষ্টিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় নিহত আক্কাছ আলী ও কুলেছা খাতুন সম্পর্কে স্বামী স্ত্রী তারা গাজীপুরের একটি পোশাক খারখানার শ্রমিক। শেরপুরের নালিতাবাড়ীর উপজেলার তেলেঙ্গা পাড়ার বাসিন্দা।

অপর দিকে বুধবার সকালে সিডষ্টোর আমতলী এলাকায় কর্মস্থল সানমান ব্রাইড এন্ড ফার্মা লিঃ যাওয়ার সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সিডষ্টোর বাজার এলাকায় কালাম মার্কেটের সামনে পেছন থেকে ঢাকাগামী একটি কাভাট ভ্যান তার মটর স্যাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই কামরুল হাসান (৩২) নিহত হন। কামরুল ভালুকা উপজেলার মিরকা (কোনাপাড়া) গ্রামের উপজেলা জাতীয় পাটির সাবেক সভাপতি ও ভারপ্রাপ্ত আহবায়ক আব্দুল কাদেরের সরকারের ছেলে।

ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ (ভারপ্রাপ্ত) এস,আই হাদিউল ইসলাম জানান,ঘটনার স্থল ও হাসপাতাল থেকে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে।