যমুনায় নিখোঁজ স্কুলছাত্রের লাশ ৪২ ঘণ্টা পর উদ্ধার

প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ, মে ৯, ২০২২

নিজস্ব প্রতিবেদক ; বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ৪২ ঘণ্টা পর স্কুলছাত্র এস এম মুঘ নিউ আলী ছোট’র(১৪) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

সোমবার দুপুর ১২টা ২০ মিনিটে চরবাটিয়া ডুবোচর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ছোট বগুড়া সদরের জলেশ্বরীতলা নূর মসজিদ লেনের মোহাম্মদ আলীর ছেলে। সে বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের ৭ম শ্রেণির ছাত্র।

এর আগে ওই শিশু তার মা-বাবা আত্মীয় স্বজনসহ ১২ জনের একটি দলের সাথে শনিবার (৭ মে) দুপুরে সারিয়াকান্দি উপজেলার কালিতলা গ্রোয়েন বাঁধে বেড়াতে আসে। তারা একটি নৌকা ভাড়া করে যমুনা নদীর মাঝপথে বেড়াতে থাকে। আছরের নামাজের সময় কালিতলা গ্রোয়েন বাঁধের পূর্ব দক্ষিণ পাশে চরবাটিয়া এক ডুবোচরে তারা গোসল করতে নামে। গোসল করার একপর্যায়ে শিশুটি পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুজির পরও তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে রাজশাহী থেকে ডুবুরি দল ৩০ ঘণ্টার অভিযান শেষে নিখোঁজ হওয়ার স্থান থেকে ১৫০ গজ দূরে তার মরদেহ উদ্ধার করে।

সারিয়াকান্দি ফায়ার সার্ভিসের লিডার ময়েজ উদ্দিন বলেন ৩০ ঘণ্টা অভিযান শেষে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।