চাঁপাইনবাবগঞ্জে বিচার বর্হিভূত হত্যাকান্ডের প্রতিবাদে বিএনপির মানববন্ধন

প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২০

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধি : পুলিশের গুলিতে নিহত মেজর অব. সিনহা মো. রাশেদের মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়ে এবং সকল বিচার বর্হিভূত হত্যাকান্ডের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা ও পৌর বিএনপির আয়োজনে কোর্টচত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বিএনপির যুগ্ন মহাসচিব ও চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের সংসদ সদস্য হারুনুর রশীদ, সদর থানা বিএনপির সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান মো. তসিকুল ইসলাম তসি। এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাংগাঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম, সদর থানা বিএনপির সাংগাঠনিক সম্পাদক মো. তাসেম আলী, জেলা যুবদলের সভাপতি আনোয়ার হোসেনসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, রাজনৈতিক পট পরিবর্তন হলেই দেশে যেকোন সময় বিচার বর্হিভূত হত্যার বিচার করবে বিএনপি। গত ১০ বছরে বিরোধীদলের দলের উপর নির্যাতনকারী পুলিশ সদস্যরাই পদোন্নতি পেয়েছে।

বিএনপির যুগ্ন মহাসচিব ও চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের সংসদ সদস্য হারুনুর রশীদ বলেন, কিছুদিন আগে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় পুলিশ হেফাজতে থাকা অবস্থায় একজন আসামী মারা যায়। পরিবারের পক্ষ হতে মামলা হলেও এর কোন ব্যবস্থা হয়নি। নিহতের পরিবারকে প্রয়োজনীয় সকল আইনি সহায়তা দেয়ার কথা জানান এমপি হারুন।