চট্টগ্রামে ব্যবসায়ীর গুদাম থেকে ১৫ হাজার লিটার সয়াবিন তেল জব্দ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:৪১ অপরাহ্ণ, মে ৯, ২০২২ নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের পাহাড়তলী বাজারের পাইকারি ব্যবসায়ী সিরাজুল হকের মালিকানাধীন সিরাজ স্টোরের তিনটি গোডাউন থেকে ১৫ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার দুপুরে অভিযান চালিয়ে এসব তেল জব্দ করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পাহাড়তলী বাজারের সিরাজ স্টোরের তিনটি গোডাউন থেকে ১৫ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। অভিযান শেষে সিরাজ স্টোরের মালিক সিরাজুল হককে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তেলগুলো আগের দামে বিক্রি করার নির্দেশ দেওয়া হয়েছে। ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আনিছুর রহমান বলেন, ঈদের আগেই পাহাড়তলী বাজারের সিরাজ স্টোরের তিনটি গোডাউনের ১ হাজার কার্টনে ১৫ হাজার লিটার তেল গুদামজাত করে রাখা হয়। এসব তেল খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি না করে গুদামে রেখে দিয়েছেন সিরাজ স্টোরের মালিক। আগের দামে কেনা এসব তেল বর্তমান বাজার দরে বিক্রির অপচেষ্টা করেছিলেন দোকানের মালিক। আমরা অভিযান চালিয়ে সব তেল জব্দ করেছি। এর আগের দিন রোববার (৮ মে) নগরের কর্ণফুলী মার্কেটের অভিযান চালিয়ে ১ হাজার ৫০ লিটারের বেশি মজুদ করা তেল উদ্ধার করেছিল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ ঘটনায় খাজা স্টোরকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিছুর রহমান আরো বলেন, বর্তমানে মানুষ বোতলজাত সয়াবিন তেল কিনতে গিয়ে তেলই পাচ্ছেন না। এ ধরনের অভিযোগ আমাদের কাছে আসছে। আমাদের কাজ ভোক্তার অধিকার রক্ষা করা। তাই আমরা প্রতিদিন বিভিন্ন বাজারে অভিযান চালাচ্ছি এবং তেল মজুদের বিষয়টিও বারংবার প্রমাণিত হচ্ছে। আমরা এ ব্যাপারে আরো কঠোর হবো, আমাদের অভিযান আরো জোরদার করব। তিনি বলেন, বাজারে কৃত্রিম সংকট তৈরি করে বেশি মুনাফা আদায়ের উদ্দেশ্যে তেলের বোতলগুলো ঈদের আগেই মজুত করা হয়েছিল। Share this:FacebookX Related posts: চট্টগ্রামে আইসোলেশনে থাকা নারীর মৃত্যু চট্টগ্রামে ৫ দিনে ১২ করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চট্টগ্রামে বস্তিতে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে শিশুসহ নিহত দুই চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক খুন চট্টগ্রামে নির্মাণাধীন দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু চট্টগ্রামে একদিনে করোনা আক্রান্ত ১ হাজার ২৬ জন পটিয়া পৌরসদরে ছুরিকাঘাতে যুবক খুন গুইমারায় মোটর সাইকেল চালককে হত্যা: ওসির অপসারন দাবীতে উত্তাল গুইমারা নোয়াখালীত সেনাবাহিনীর পক্ষ থেকে এতিমদের জন্য ঈদ উপহার প্রদান করোনা উপসর্গ নিয়ে মায়ের মৃত্যু, লাশ ফেলে সন্তানদের পলায়ন নবীনগরের তুষার আবদুল্লাকে সংবর্ধনা প্রদান নামের ভুলে কারাভোগের পর হাসিনার মুক্তি, ফিরে পেতে চান জীবনের ১৭ মাস SHARES Matched Content চট্টগ্রাম বিভাগ বিষয়: ১৫ হাজার লিটারচট্টগ্রামেব্যবসায়ীর গুদাম থেকেসয়াবিন তেল জব্দ