জাতীয় পুষ্টি সপ্তাহে উপলক্ষে এতিমদের খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ১১:৫৭ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২১

নাজমুল হক নাহিদ, আত্রাই(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে মাদ্রাসা এতিমদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসারের আয়োজনে স্বাস্থ্যকমপ্লেক্্র প্রাঙ্গনে পনের মাদ্রাসা প্রধানের হাতে খাদ্য সামগ্রী তুলেদেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকতেখারুল ইসলাম।

এসময় সহকারী কমিশনার (ভূমি) মনজুরুল আলম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রোকসানা হ্যাপি, আত্রাই প্রেস ক্লাব সভাপতি রুহুল আমীন প্রমুখ উপস্থিত ছিলেন। এদিন উপজেলার পনের মাদ্রাসায় পঞ্চাশ এতিমের অনুকুলে প্রত্যেককে চাল, ডাল, তেল, লবণ, ছোলা, আলু, পেঁয়াজ এবং সাবান দেয়া হয়।