রিজার্ভের নতুন রেকর্ড ৪৬ বিলিয়ন ডলার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ, জুন ২৯, ২০২১ নিজস্ব প্রতিবেদক : দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৪৬ বিলিয়ন ডলার হয়েছে। এটি সর্বোচ্চ রিজার্ভের নতুন রেকর্ড। এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২১ সালে ১ জুন থেকে ২৮ জুন পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ১ দশমিক ৭৫ বিলিয়ন ডলার। চলতি অর্থবছরের ২৮ জুন পর্যন্ত রেমিট্যান্স এসেছে ২৪ দশমিক ৫৮৯ বিলিয়ন ডলার। ১ জুলাই ২০২০ থেকে ২৮ জুন ২০২১ পর্যন্ত অর্থনীতির অন্যতম চালিকাশক্তি রিজার্ভ এর আগের বছরের তুলনায় ৩৬ দশমিক ৪০ শতাংশ বেড়েছে। বর্তমানে রিজার্ভের পরিমাণ ৪৬ দশমিক ০৮২ বিলিয়ন মার্কিন ডলার বলে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে। বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, রেমিটেন্সের প্রবাহ দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতে অনেকাংশে সহায়তা করেছে। দেশে রেমিট্যান্সের ঊর্ধ্বমুখী প্রবণতা ও কম আমদানির কারণে এর আগে গত ৩ মে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৫.১ বিলিয়ন ডলারের নতুন রেকর্ড গড়েছিল। Share this:FacebookX Related posts: এবার কোরবানির পশু আসবে ট্রেনে চালু হলো পশুর ‘ডিজিটাল হাট’ আজ খুলছে অফিস-আদালত পাটকল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূচি পেঁয়াজ আমদানিতে শুল্ক আরোপ চায় বাণিজ্য মন্ত্রণালয় ইলিশ রফতানি বন্ধের সিদ্ধান্ত এবারের বাণিজ্য মেলার আসর বসছে না ১৭ মার্চ ২০২০ সালে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে দেশে ঋণখেলাপি ৩ লাখ ৩৫ হাজার দোকানপাট খোলা থাকবে রাত ৯টা পর্যন্ত ২৭ রমজানের মধ্যে বেতন-বোনাস দেয়ার নির্দেশ সোমবার থেকে ব্যাংক লেনদেন সকাল ১০টা থেকে ৩টা SHARES Matched Content অর্থ বাণিজ্য বিষয়: ৪৬ বিলিয়ন ডলারনতুন রেকর্ডরিজার্ভের