রিজার্ভের নতুন রেকর্ড ৪৬ বিলিয়ন ডলার

প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ, জুন ২৯, ২০২১

নিজস্ব প্রতিবেদক : দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৪৬ বিলিয়ন ডলার হয়েছে। এটি সর্বোচ্চ রিজার্ভের নতুন রেকর্ড। এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২১ সালে ১ জুন থেকে ২৮ জুন পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ১ দশমিক ৭৫ বিলিয়ন ডলার। চলতি অর্থবছরের ২৮ জুন পর্যন্ত রেমিট্যান্স এসেছে ২৪ দশমিক ৫৮৯ বিলিয়ন ডলার। ১ জুলাই ২০২০ থেকে ২৮ জুন ২০২১ পর্যন্ত অর্থনীতির অন্যতম চালিকাশক্তি রিজার্ভ এর আগের বছরের তুলনায় ৩৬ দশমিক ৪০ শতাংশ বেড়েছে।

বর্তমানে রিজার্ভের পরিমাণ ৪৬ দশমিক ০৮২ বিলিয়ন মার্কিন ডলার বলে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, রেমিটেন্সের প্রবাহ দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতে অনেকাংশে সহায়তা করেছে।

দেশে রেমিট্যান্সের ঊর্ধ্বমুখী প্রবণতা ও কম আমদানির কারণে এর আগে গত ৩ মে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৫.১ বিলিয়ন ডলারের নতুন রেকর্ড গড়েছিল।