চার বাস ও এক প্রাইভেটকারের সংঘর্ষে আহত ২০ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, মে ৬, ২০২২ নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের ফুলপুরের ইমাদপুরে চার বাস ও এক প্রাইভেটকারের সংঘর্ষে ২০ যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে ১০ জনকে ফুলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার (৬ মে) বেলা ১১টায় দুর্ঘটনাটি ঘটে। ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, বেলা ১১টার দিকে ফুলপুর ইমাদপুর নামক স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা বাস ও অপরদিকে শেরপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী বাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর পেছনে থাকা আরও দুইটি বাস এবং একটি প্রাইভেটকার সেগুলোতে ধাক্কা দেয়। এতে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। তিনি আরও জানান, ১০ জনকে ফুলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। Share this:FacebookX Related posts: গৌরীপুরে অটোরিকশা-সিএনজি সংঘর্ষে আহত- ৮ গৌরীপুরে অটোরিকশার সংঘর্ষে এক নারী নিহত লড়ির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত জামালপুরে সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে সংঘর্ষে আহত ৮ দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১ ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ভালুকায় গাছের চারা রোপনকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ আহত-৫ ভালুকায় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-৩ গাজীপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ময়মনসিংহ বিভাগীয় কমিশনার বাবার লাশ নিয়ে রাতের বেলায় রাস্তায় ছেলে,অবশেষে প্রশাসনের সহায়তায় দাফন ময়মনসিংহে ৪ বৎসরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামী আটক হিটশকে সোঁনালী ধানের স্বপ্ন শেষ SHARES Matched Content দেশের খবর বিষয়: আহত ২০এক প্রাইভেটকারেরচার বাসসংঘর্ষে