নোয়াখালীতে ট্রাক চাপায় নিহত ২

প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ণ, মে ৬, ২০২২

নিজস্ব প্রতিবেদক : নোয়াখালীতে ট্রাক চাপায় ২ সিএনজি চালিত অটোরিকশার যাত্রী নিহত হয়েছে । এ ঘটনায় আরো তিনজন সিএনজি যাত্রী গুরুত্বর আহত হয়েছে।

নিহতরা হলো সবুজ (৪৫) ও জুবাইদা (৫০)। তাঁরা ২জনই সুবর্ণচর উপজেলার বাসিন্দা বলে জানা যায়।

বৃহস্পতিবার (৫ মে) রাত ৮টার দিকে সদর উপজেলার চির্গী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন।

স্থানীয়রা জানায়, সুবর্ণচর উপজেলার বাসিন্দা সবুজ মিয়ার (৪৫) মেয়ে বিয়ের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৭ মে। পরিবারের সিন্ধান্ত অনুযায়ী সে বৃহস্পতিবার দুপুরের দিকে মেয়ের বিয়ের বাজার করতে যায় জেলা শহর মাইজদীতে। বাজার শেষে বিয়ের অনুষ্ঠানের বাজার নিয়ে মাইজদী থেকে সুবর্ণচর উপজেলায় চরবাটা তোতার বাজার এলাকায় বাড়ি ফেরার পথে সিএনজিটি চিরিগী বাজার পৌঁছলে পেছনের দিক থেকে একটি ট্রাক সিএনজিকে ধাক্কা দিলে দিলে সবুজ (৪৫) ঘটনাস্থলেই মারা যায়। একই দুর্ঘটনায় সুবর্ণচর উপজেলার জুবাইদা (৫০) এক নারীও ঘটনাস্থলে মারা যায় ।